1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার জামিন

১৬ নভেম্বর ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা দুটি ভিন্ন মামলায় জামিন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা৷

https://p.dw.com/p/4Yrlw
খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ (ফাইল ফটো)
খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশ (ফাইল ফটো)ছবি: Minhaz Uddin/DW

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন৷ 

অপর পাঁচ বিচারকের মধ্যে ছিলেন বিচারপতি বুরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম৷ 

খাদিজাতুল কুবরার আইনজীবী বিএম ইলিয়াস কচি ও জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, এ রায়ের ফলে খাদিজার কারামুক্তিতে আর কোন আইনগত বাধা নেই৷ 

এর আগে একাধিকবার বিচারিক আদালতে খাদিজার জামিন আবেদন খারিজ করে দেয়া হয়৷ পরে হাইকোর্টে জামিন আবেদন করা হলে হাইকোর্ট ১৬ ফেব্রুয়ারি তার জামিন মঞ্জুর করে৷ 

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ১০ জুলাই আপিল বিভাগ বিষয়টি চার মাসের জন্য মুলতবি রাখে৷ 

ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও মিরপুর থানায় পুলিশের দায়ের করা দুটি মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে ২০২২ সালের ২৭ আগস্ট আটক করা হয়৷ 

এসএইচ/কেএম (দ্য ডেইলি স্টার)