1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

জর্জিয়ায় জয়, প্রার্থী হওয়া নিশ্চিত করলেন বাইডেন ও ট্রাম্প

১৩ মার্চ ২০২৪

জর্জিয়া প্রাইমারিতে জিতলেন বাইডেন ও ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিশ্চিত করলেন তারা।

https://p.dw.com/p/4dSDf
বাইডেন ও ট্রাম্প।
বাইডেন ও ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিশ্চিত হয়ে গেল। ছবি: ABACA/IMAGO;AP Photo/picture alliance

এই নিয়ে লাগাতার দুই বার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বনাম ট্রাম্প লড়াই হবে। ৭০ বছর পর অ্যামেরিকায় আবার দুই দলের একই প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

জর্জিয়ায় প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পাওয়ার পর বাইডেনই যে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হবেন, তা ঠিক হয়ে গেছে। বাইডেনের প্রার্থী হওয়ার জন্য দরকার ছিল এক হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন। তিনি তার বেশি পেয়েছেন।

বাইডেন যে ডেমোক্র্যাট প্রার্থী তার আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী অগাস্টে।

ট্রাম্প জর্জিয়া, মিসিসিপি ও ওয়াশিংটন স্টেট প্রাইমারি জিতেছেন।  ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও তা পার করে গেছেন।

দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি গত সপ্তাহেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)