জলবায়ু পরিবর্তনে কারো সর্বনাশ, কারো উপকার
জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ক্ষতি হচ্ছে এমন কিছু পোক-মাকড়ের যারা ছোট হলেও উপকারী৷ কারো কারো আবার উপকারও করছে জলবায়ু পরিবর্তন৷
ভ্রমর
জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়ন বাড়ছে৷ এ কারণে যেসব পোকামাকড়ের বেশি ক্ষতি হচ্ছে, ভ্রমর তাদের অন্যতম৷ পূর্ব অ্যামেরিকা ও ইউরোপের ভ্রমরদের হয়েছে মহাবিপদ৷ রোমে ঢাকা কালো, বড় শরীরের কারণে উষ্ণায়নে তাদের গরম লাগছে বেশি৷ অথচ নির্দিষ্ট কিছু গাছ থেকেই খাদ্য সংগ্রহ করতে হয় বলে চাইলেও শীতল পরিবেশে যেতে পারে না এরা৷ ভ্রমরকে বাঁচিয়ে রাখার জন্য নতুন ঠিকানা খোঁজা জরুরি হয়ে পড়েছে৷
মৌমাছি
ভ্রমরের মতো মৌমাছিও ফুলের পরাগায়নে খুব সহায়তা করে৷ মৌমাছি এমনিতে গরমে থাকতে পারে৷ উষ্ণায়নের ফলে তাদের অন্য রকমের সমস্যা হচ্ছে৷ তাপমাত্রা বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই অনেক ফুল ফুটে যাচ্ছে৷ ফলে সব ফুলের মধু পাওয়া মৌমাছিদের জন্য কঠিন হয়ে পড়ছে৷ যখন মৌমাছির মধু খোঁজা শুরু হয়, তখন আগের তুলনায় অনেক কম ফুলে মধু পাওয়া যাচ্ছে৷ এর ফলে খাদ্য কমছে, মৌমাছিদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে৷
প্রজাপতি
পূর্ব অ্যামেরিকার প্রশান্ত মহাসগরের উপকূলীয় অঞ্চলের প্রজাপতিদেরও সমস্যায় ফেলছে জলবায়ু পরিবর্তন৷ বিশেষ করে এডিথ প্রজাপতিদের সমস্যা হলো, এরা খাদ্যের জন্য এক বিশেষ ধরণের গাছের ওপর নির্ভরশীল৷ উষ্ণায়নের কারণে ওই গাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর তাই শুঁয়োপাকারা পর্যাপ্ত খাবার পাচ্ছে না৷
পিপীলিকার মহানন্দ
পিঁপড়া, বিশেষ করে লাল পিঁপড়েদের তো উষ্ণায়নের কারণে মহানন্দ৷ দিনদিন তাদের বিচরণক্ষেত্র বড় হচ্ছে৷
‘ক্ষুধার্ত সৈনিক’
সবুজ ছারপোকারা এতদিন পূর্ব অ্যামেরিকা, ভূমধ্যসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া এবং আফ্রিকাতেই বেশি ছিল৷ এরা বেশি শীতে একেবারেই স্বচ্ছন্দ বোধ করে না৷ কিন্তু আজকাল ব্রিটেনেও এদের প্রচুর দেখা যাচ্ছে৷ সেখানে ইতিমধ্যে ফসলের ক্ষতি করতে শুরু করেছে তারা৷
ডেঙ্গু আর চিকুনবুনিয়া বাড়ার আশঙ্কা
ডেঙ্গু আর চিকুনবুনিয়ার জ্বরের বাহক মশাদেরও উপকার করছে উষ্ণায়ন৷ যেসব অঞ্চলে শীত কমে যাচ্ছে, অল্প শীতে বৃষ্টিও হচ্ছে, সেসব জায়গায় ডেঙ্গু আর চিকুনবুনিয়ার প্রকোপ বাড়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে৷