জলবায়ু পরিবর্তনে ২০ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা?
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা প্রকাশ করেছে জার্মানওয়াচ৷ ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স৷ বাংলাদেশ রয়েছে সাত নম্বরে৷
ডমিনিকা
ক্যারিবিয়ান অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি রয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার ১০ নম্বরে৷ সূচকে দেশটির স্কোর ৩২ দশমিক তিন তিন৷ দেশটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর গড়ে তিন জনের বেশি মারা গেছেন৷ সম্পদের গড় বার্ষিক ক্ষতির পরিমাণ ১৩ কোটি মার্কিন ডলারেরও বেশি৷ তবে জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের ঘটনা এই ২০ বছরে ঘটেছে কেবল আটটি৷
নেপাল
নয় নম্বরে থাকা নেপালের সার্বিক সূচকে স্কোর ৩১ দশমিক পাঁচ৷ প্রতিবছর গড়ে মারা গেছেন ২২৮ জন৷ সম্পদের ক্ষতির বার্ষিক গড় ২২ কোটি মার্কিন ডলারের বেশি৷ জলবায়ু পরিবর্তনের ফলে ২০ বছরে দুর্যোগের সংখ্যা ১৮০টি৷
থাইল্যান্ড
৩১ স্কোর নিয়ে আট নম্বরে অবস্থান এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডের৷ দেশটিতে ২০ বছরে গড়ে ১৪০ জন মারা গেছেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জটিলতায়৷ গড় বার্ষিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৭৭৬ কোটি মার্কিন ডলার৷ এই সময়ে দুর্যোগের ঘটনা ঘটেছে ১৪৭টি৷
বাংলাদেশ
৩০ স্কোর নিয়ে বাংলাদেশ রয়েছে তালিকার সপ্তম স্থানে৷ প্রতি বছর গড়ে ৫৭৭ জনের বেশি মারা গেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে৷ সম্পদের ক্ষতি হয়েছে গড়ে ১৬৮ কোটি মার্কিন ডলারের বেশি৷ ২০ বছরে ১৯১টি দুর্যোগের কথা উল্লেখ করা হয়েছে ইনডেক্সে৷
ভিয়েতনাম
ষষ্ঠ অবস্থানে থাকা ভিয়েতনামের স্কোর ২৯ দশমিক আট তিন৷ ২০ বছরে গড়ে ২৮৫ জনের বেশি মৃত্যুবরণ করেছেন৷ সম্পদের গড় ক্ষতির পরিমাণ ২০১ কোটি মার্কিন ডলারের বেশি৷ দুর্যোগের ঘটনা ঘটেছে ২২৬টি৷
পাকিস্তান
২৮ দশমিক আট তিন স্কোর নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান৷ গড়ে ৫০০ মানুষ মারা গেছেন প্রতি বছর৷ সম্পদের গড় ক্ষতি বছরে প্রায় ৩৮০ কোটি মার্কিন ডলার৷ দুর্যোগের ঘটনা ঘটেছে ১৫২টি৷
ফিলিপাইন্স
১৭ দশমিক ছয় সাত স্কোর নিয়ে চারে অবস্থান ফিলিপাইন্সের৷ প্রতি বছর গড়ে মারা গেছেন ৮৭০ জনেরও বেশি৷ সম্পদের ক্ষতির পরিমাণ গড়ে প্রায় ৩১২ কোটি মার্কিন ডলারের বেশি৷ ২০ বছরে দুর্যোগের ঘটনা ঘটেছে ৩১৭টি৷
হাইতি
১৩ দশমিক আট তিন স্কোর নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে হাইতি৷ ২০ বছরে গড় মৃত্যু ২৭৪ জন৷ গড় বার্ষিক ক্ষতির পরিমাণ ২৭ কোটি মার্কিন ডলারের বেশি৷ দুর্যোগের ঘটনা ঘটেছে ৭৮টি৷ তালিকার অন্য সব দেশের তুলনায় ক্ষতি কম হলেও ছোট এ দেশের জন্য মাথাপিছু হিসেবে হাইতির এ পরিসংখ্যান বেশ ভয়াবহ৷ এ কারণেই অন্যদের পেছনে ফেলে এর স্থান হয়েছে তিন নম্বরে৷
মিয়ানমার
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার৷ দেশটির স্কোর ১০ দশমিক তিন তিন৷ ২০ বছরে গড়ে সাত হাজারের বেশি মানুষ মারা গেছেন দেশটিতে৷ সম্পদের বার্ষিক ক্ষতি হয়েছে গড়ে ১৬৩ কোটি মার্কিন ডলার৷ দুর্যোগের ঘটনা ঘটেছে ৫৫টি৷
পুয়ের্তো রিকো
তালিকার শীর্ষে রয়েছে আরেক ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকো৷ দেশটির স্কোর মাত্র ছয় দশমিক ছয় সাত৷ পরিসংখ্যানের দিক দিয়ে মনে হতে পারে অন্য সব দেশের তুলনায় পুয়ের্তো রিকোর ক্ষতি একেবারেই কম৷ মাত্র ৯১০৪ বর্গকিলোমিটার ক্ষেত্রফলের দেশটিতে বছরে গড়ে দেড়শ’ মানুষের মৃত্যু দেশটিকে গত ২০ বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশে পরিণত করেছে৷ সম্পদের গড় বার্ষিক ক্ষতি ৪৫৬ কোটি মার্কিন ডলার৷ দুর্যোগের ঘটনা ঘটেছে ২৫টি৷