1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবর্তনের কুপ্রভাব

সান্ড্রা হাভেনিট / এসি২৮ ডিসেম্বর ২০১৩

জলবায়ু পরিবর্তন চলেছে, বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, অথচ তর্কাতর্কি আর আলোচনা ছাড়া বিশেষ কিছুই হচ্ছে না৷ তাই ‘ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ যাবতীয় গবেষণার খতিয়ান খুঁটিয়ে দেখেছে এবং তাদের মতামত জানিয়েছে৷

https://p.dw.com/p/1AhUK
Ice Blog Klima Arktik Schnee
ছবি: Irene Quaile

বরফ গলছে৷ পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে৷ স্টকহোমে আইপিসি-র সংবাদ সম্মেলনে জলবায়ু বিশেষজ্ঞরা বললেন, পৃথিবী একদিন মঙ্গলগ্রহ হয়ে দাঁড়াবে৷ রাতের পর রাত বিভিন্ন গবেষণার ফলাফল নিয়ে মাথা ঘামিয়েছেন তারা৷ আইপিসিসি-র চেয়ারম্যান রাজেন্দ্র পচৌরি বলেন, ১৮৫০ সাল যাবৎ বিগত তিনটি দশক ছিল সবচেয়ে বেশি তাপমাত্রার৷

এই তিনটি দশক যেন জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট দিশা, যে পরিবর্তনের ফলশ্রুতি হবে ভয়ঙ্কর: সমুদ্রের পানির উচ্চতা বাড়বে, এবং এ যাবৎ যা ভবিষ্যদ্বাণী করা হচ্ছিল, তার চেয়ে এক-তৃতীয়াংশ বেশি৷ বন্যা ও খরার বিপদ বাড়ছে৷

এ এমন একটি সমস্যা, মনুষ্যসমাজের উপর যার প্রত্যক্ষ প্রভাব পড়বে৷ জলবায়ু পরিবর্তনের মূল কারণ হল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, বিশেষজ্ঞরা সে বিষয়ে একমত৷ জলবায়ুর উপর মানুষের প্রভাব স্পষ্ট৷ তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যও অর্জিত হবে কিনা সন্দেহ৷

কাজেই জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সর্বাধুনিক বিবরণটি উদ্বেগজনক তো বটেই, বরং তা অবশেষে কিছু একটা করার ডাক হিসেবে ধরাটাই হবে বুদ্ধিমানের কাজ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য