অবশেষে মুখ খুললেন টিলারসন
২৮ আগস্ট ২০১৭রবিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে টিলারসনকে ভার্জিনিয়া প্রদেশের শার্লটভিল শহরে উগ্র দক্ষিণপন্থিদের সমাবেশে প্রাণঘাতী সহিংসতা সম্পর্কে মন্তব্য করতে বলা হয়৷ উত্তরে টিলারসন দৃশ্যত জাতি সম্পর্কে অ্যামেরিকার মূল্যবোধকে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব থেকে পৃথক করেন৷
টিলারসন বলেন যে, জাতিগত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে দেশের দৃঢ়সংকল্প স্পষ্ট৷ ‘‘ পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট) থেকে আমরা অ্যামেরিকার মূল্যবোধ ব্যক্ত করি৷ আমরা মার্কিন জনগণের প্রতিনিধিত্ব করি, আমরা অ্যামেরিকার মূল্যবোধের প্রতিনিধিত্ব করি, স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার, সারা বিশ্বে সব মানুষের প্রতি সমান আচরণের জন্য আমাদের অঙ্গীকার – এবং সেই বার্তা কোনোদিনই বদলায়নি,'' ফক্স নিউজ-কে এ কথা বলেন টিলারসন৷ ঐ মূল্যবোধের প্রগতি ও প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকার বা তার সংস্থাসমূহের অঙ্গীকার সম্পর্কে কারো কোনো সন্দেহ থাকা উচিৎ নয় বলেও টিলারসন মনে করেন৷
প্রেসিডেন্টের মূল্যবোধ
এ প্রসঙ্গে টিলরসন বলেন, ‘দ্য প্রেসিডেন্ট স্পিকস ফর হিমসেল্ফ' – অর্থাৎ প্রেসিডেন্ট তাঁর নিজের মনোভাবই ব্যক্ত করে থাকেন৷
১১ ও ১২ আগস্ট শার্লটভিলে ‘হোয়াইট সুপ্রিমেসিস্ট' বা শ্বেতাঙ্গ জাতিবাদি, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদি, নব্য নাৎসি ও অপরাপর চরম দক্ষিণপন্থি গোষ্ঠীদের ব়্যালিতে তিনজন মানুষ নিহত ও আরো অনেকে আহত হন৷ মার্কিন গৃহযুদ্ধের আমলের এর কনফেডারেট জেনারেলের মূর্তি অপসারণ করার বিরুদ্ধে এই দক্ষিণপন্থি প্রতিবাদের আয়োজন করা হয়েছিল৷
প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনা সম্পর্কে বেশ কয়েক ঘণ্টা নীরব থাকার পর যে বিবৃতি দেন, তাতে মনে হতে পারে যে, যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, তাদের তিনি নিও-নাৎসিদের সঙ্গে একই পর্যায়ে ফেলছেন৷
‘‘ঘৃণা, গোঁড়ামি ও সহিংসতার এই আশ্চর্য প্রকাশ''-এর নিন্দা করার সময় ট্রাম্প যোগ করেন, ‘‘সব তরফ থেকেই, সব তরফ থেকেই৷'' প্রতিবাদের ‘‘দু'পক্ষেই অনেক ভালো মানুষ'' ছিলেন, বলে ট্রাম্প আরো মন্তব্য করেন৷ ট্রাম্পের এইসব উক্তি জাতীয়বাদি মহলে হাততালি কুড়োলেও, স্বদেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে৷
‘জাতিকে দ্বিধাবিভক্ত করার' অভিযোগ
এ অভিযোগ এসেছে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের তরফ থেকে৷ রবিবারেই তিনি ‘‘জাতিকে দ্বিধাবিভক্ত করার'' ব্যাপারে প্রেসিডেন্টের ‘অসীম প্রস্তুতি'-র কথা বলেন৷
‘‘আমাদের এমন একজন অ্যামেরিকান প্রেসিডেন্ট আছেন, যিনি (একদিকে) নিও-নাৎসি ও ক্লু-ক্লুক্স-ক্ল্যানের সদস্যবৃন্দ ও (অপরদিকে) যারা তাদের বিষ ও ঘৃণার বিরোধী, (এই দুই-এর মধ্যে) নৈতিক সমমূল্যতার কথা প্রকাশ্যভাবে ঘোষণা করেছেন,'' এবং এর মাধ্যমে ‘‘শ্বেতাঙ্গ জাতিবাদিদের সাহস দিয়েছেন,'' বলে বাইডেন অভিযোগ করেন৷
জাতিগত বৈষম্য সংক্রান্ত জাতিসংঘের সর্বোচ্চ প্রতিষ্ঠানও শার্লটভিলের ঘটনার প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়ার নিন্দা করেছে ও ওয়াশিংটনের প্রতি ‘দ্ব্যর্থহীন ও নিঃশর্তভাবে' জাতিবাদি ‘হেট স্পিচ' ও অপরাপর অপরাধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ও বলেছে যে, ট্রাম্পের এক্ষেত্রে নেতৃত্ব দেওয়া উচিৎ৷
একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের গত সপ্তাহে প্রকাশিত জরিপ অনুযায়ী, মার্কিনিদের ৬০ ভাগ বনাম ৩২ ভাগ শার্লটভিলের ঘটনা সম্পর্কে ট্রাম্পের মন্তব্যে সুখি নন৷ উত্তরদাতাদের একটি অনুরূপ শতাংশ জাতিগত সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করে থাকেন৷ ট্রাম্প গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যাবৎ বিদ্বেষ ও পরস্পরের প্রতি বিরূপ মনোভাব বৃদ্ধি পেয়েছে বলে উত্তরদাতাদের দুই-তৃতীয়াংশের বিশ্বাস৷
এসি/এসিবি (এএফপি, এপি)