জামালপুরে হামলায় আহত সাংবাদিকের মৃত্যু
১৫ জুন ২০২৩এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মারা যান বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বকশীগঞ্জ উপজেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন তিনি।
তার সহকর্মীরা দ্য ডেইলি স্টারকে জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টায় নেওয়া হয় জামালপুর জেনারেল হাসপাতালে।
পরে সেখান থেকে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়।
জেকে/আরআর (দ্য ডেইলি স্টার)