1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতকে নিষিদ্ধ করা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়৷ সরকারের নীতি নির্ধারকরা একেকজন একেক রকম কথা বলছেন৷

https://p.dw.com/p/17kii
ছবি: picture alliance/ZUMA Press

আইনমন্ত্রী সর্বশেষ বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন শুনানির অপেক্ষায় আছে৷ হাইকোর্টের রায়ের আলোকেই তাঁরা সিদ্ধান্ত নেবেন৷

কিন্তু সেই রিটের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর ডয়চে ভেলেকে বলেছেন হাইকোর্টে তারা নিবন্ধন বাতিলের রিট করেছেন৷ কিন্তু সরকার চাইলে প্রচলিত আইনেই জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করতে পারে৷ হাইকোর্টের রায়ের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই৷

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রশ্নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে৷

আর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন সরকার আইন কানুন পরীক্ষা করে দেখছে৷ হাইকোর্টে জামায়াত নিষিদ্ধের ব্যপারে একটি রিট শুনানির অপেক্ষায় আছে৷ তার রায়ের আলোকেই সিদ্ধান্ত নেয়া হবে৷

আলেম ওলেমারা এই রিটটি করেছিলেন ২০০৯ সালে৷ তাঁদের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর ডয়চে ভেলেকে জানান, তাঁরা নিবন্ধন বাতিলের আবেদন করেছেন৷ কারণ জামায়াত নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত পূরণ করেনি৷ রিটের এখনো শুনানি হয়নি৷ শুনানির জন্য তাঁরা প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন৷

ব্যারিস্টার তানিয়া আমীর জানান, কিন্তু এই রিটের রায়ের জন্য সরকারের অপেক্ষা করার প্রয়োজন নেই৷ কারণ প্রচলিত সন্ত্রাস দমন আইনেই সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে পারে৷

তাঁর মতে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে৷ জাময়াতের রাজনীতির ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়ার সময়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য