জার্মান প্রেসিডেন্টের বিরুদ্ধে মাস্কের অপমানকর উক্তি
১ জানুয়ারি ২০২৫সম্প্রতি প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার তার ভাষণে বাইরের প্রভাবের কথা বলেছিলেন। তারপরই মার্কিন ধনকুবের ইলন মাস্ক জার্মানির প্রেসিডেন্টের বিরুদ্ধে এই সমালোচনা করলেন।
মাস্ক কী বলেছেন?
সামাজিক মাধ্যম এক্স-এ পোস্টে মাস্ক লিখেছেন, ''স্টাইনমায়ার হলেন গণতন্ত্র-বিরোধী স্বৈরাচারী। তার লজ্জা হওয়া উচিত।''
এর আগে অতি-ডানপন্থি দল এএফডি-র সঙ্গে যুক্ত ইনফ্লুয়েন্সার নাওমি জাইব্ট একটি পোস্ট করেন। তার উপরই প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক।
স্টাইনমায়ারের অফিস জানিয়েছে, তারা মাস্কের মন্তব্য দেখেছেন, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া জানাবেন না।
ওলাফ শলৎস যখন জার্মানির চ্যান্সেলর হন, তখন মাস্ক বলেছিলেন, ''তিনি একজন বোকা মানুষ।'' তিনি এটাও বলেছেন, ''শলৎস আগামী ফেব্রুয়ারির ভোটে হারবেন।''
এএফডি নেত্রীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা
জার্মানির অতি-ডানপন্থি পার্টির নেত্রী অ্যালিস ভাইডেলের মুখপাত্র জানিয়েছেন, তার সঙ্গে মাস্কের একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।
মাস্কও বলেছিলেন, তিনি ও অ্যালিস এক্স স্পেসে আলোচনা করবেন। তার জন্য অপেক্ষা করুন।
জার্মানির ভাইস চ্যান্সেলার রবার্ট হাবেক মঙ্গলবার মাস্কের জার্মানির নির্বাচন প্রভাবিত করার চেষ্টার সমালোচনা করেছেন।
তিনি এক্স-এ লিখেছেন, ''ইলন মাস্কের কাছে প্রচুর অর্থ আছে এবং যোগাযোগের ক্ষমতা আছে। তিনি ইউরোপকে দুর্বল করতে চান। কোনো ব্যবসায়িক মডেল যেন আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে না পারে। ইউরোপ যেন তাদের ক্ষমতার যথাযথ ব্যবহার করে।''
মাস্ককে নিয়ে যুক্তরাজ্যও চিন্তিত। কারণ, তিনি সেখানকার ডানপন্থি সাংসদদের সমর্থন করে সেখানকার রাজনীতিতে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ উঠেছে।
মাস্ক এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও একাধিক আক্রমণাত্মক পোস্ট করেছেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)