1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইহুদিবিদ্বেষের প্রতিবাদে রাস্তায় হাজারো মানুষ

১১ ডিসেম্বর ২০২৩

জার্মানিতে ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ঘটনার প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। ব্রাসেলসেও প্রচুর মানুষ প্রতিবাদ জানালেন।

https://p.dw.com/p/4a041
বার্লিনে ১০ ডিসেম্বর ইহুদিবিদ্বেষের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন প্রচুর মানুষ।
বার্লিনে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাজারো মানুষ। ছবি: Carsten Koall/dpa/picture alliance

বার্লিনে রোববার প্রবল বৃষ্টি পড়ছিল। তবে সেই বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন প্রতিবাদ জানাতে।  গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে গিয়ে আক্রমণ করার পর থেকে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়েছে। তারই প্রতিবাদে মিছিল করেন হাজারো মানুষ।

'এখন আর কিছুতেই নয়'

এই মিছিলের প্রধান স্লোগান ছিল, 'এখন আর কিছুতেই নয়'। নাৎসি আমলে ইহুদিদের প্রতি অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই স্লোগান দেয়া হয়েছে। 

পুলিশ জানিয়েছে, তিন হাজার দুইশর মতো মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। তবে উদ্য়োক্তারা বলেছেন,  ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেবেন।

জার্মানিতে ইহুদিদের সেন্ট্রাল কাউন্সিলের  প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘‘আমি মনে করেন না, সবকিছু হাতের বাইরে চলে গেছে। এখনো সবকিছু ঠিক করার সুয়োগ আছে। তবে প্রথমে স্বীকার করতে হবে., গত কয়েক বছরে বেশ কিছু ভুল হয়েছে। এটাই তো স্বীকার করা হচ্ছে না।''

বার্লিনে১০ ডিসেম্বর ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদের ছবি।
পুলিশ জানিয়েছে, তিন হাজার দুইশ মানুষ প্রতিবাদ জানিয়েছেন। ছবি: MICHELE TANTUSSI/AFP

জার্মানিতে সম্প্রতি বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থি সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কারণ, অতীতে বেশ কয়েকটি সমাবেশ থেকে ইহুদিবিরোধী স্লোগান উঠেছে।

তাছাড়া  স্কুল, সিনাগগ ও ইহুদিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে।

তবে রোববার বর্লিনে একটি ফিলিস্তিনপন্থি সমাবেশও হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে দুই হাজার পাঁচশ মানুষ যোগ দিয়েছিলেন।

ইহুদিবিদ্বেষের পেছনে থাকা অস্পষ্ট ধারণাসমূহ

ব্রাসেলসে সমাবেশ

ব্রাসেলসেও চার হাজার মানুষ ইহুদিবিদ্বেষের প্রতিবাদ জানিয়েছেন। এর আগে লন্ডন ও প্যারিসে এই ধরনের প্রতিবাদ দেখানো হয়েছে। ব্রাসেলসের  সমাবেশে যোগ দিতে আসা মানুষরা বলেছেন, ইহুদিবিদ্বেষের প্রতিবাদ জানাবার জন্য ইহুদি হওয়ার দরকার হয় না। যে কেউ এই প্রতিবাদ জানাতে পারেন।

জিএইচ/এসজি (এপি, ডিপিএ, রয়টার্স)