জার্মানিতে ছুরি হামলা: কারণ অনুসন্ধানে পুলিশ
২৬ জুন ২০২১ফ্রাংকফুর্ট থেকে ১২০ কিলোমিটার দূরে বাভারিয়ার রাজ্যের ভ্যুর্ৎজবুর্গ শহরের একটি চত্বরে শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে৷ এতে তিনজন নিহতের পাশাপাশি পাঁচজন গুরুতর আহত হয়েছেন৷ তাদের মধ্যেও কয়েকজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানিয়েছেন বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেরমান৷
লোয়ার ফ্রাঙ্কোনিয়ান পুলিশ জানিয়েছে তারা সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে৷ আটকের সময় তার পায়ে গুলি লাগে৷ তবে জখম গুরুতর নয় বলে পুলিশ নিশ্চিত করেছে৷ তাদের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী এই সোমালিয়ান ২০১৫ সাল থেকেই ভ্যুর্ৎজবুর্গে বসবাস করছেন৷
এদিকে হামলার কারণ বা উদ্দেশ্যে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ৷ তবে তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে তিনি মানসিক ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন৷ তার সঙ্গে ইসলামি মৌলবাদের সম্পৃক্ততার কোন তথ্য পুলিশের কাছে নেই৷ যদিও জার্মানির উগ্র-ডানপন্থি রাজনৈতিক দলের সহ-সভাপতি ইওর্গ ময়ঠেন শুক্রবারের ঘটনাকে ইসলামি মৌলবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন৷ তিনি বলেন, এটি চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ব্যর্থ অভিবাসী নীতিরই ফল৷
এদিকে ইওয়াখিম হেরমান বলেছেন হামলার পেছনের কোন সম্ভাবনাই তিনি উড়িয়ে দিচ্ছেন না৷ তবে কারণটি ইসলামী মৌলবাদ নাকি মানসিক পরিস্থিতি তা খতিয়ে দেখছে পুলিশ৷ এর আগে হেরমান জানিয়েছেন, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছিলেন বলে একজন প্রত্যক্ষদর্শী উল্লেখ করেছেন৷
এদিকে হামলার ঘটনাকে ভয়াবহ ও বেদনাদায়ক হিসেবে অভিহিত করেছেন বাভারিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার৷ নিহতদের স্মরণে রাজ্যটিতে শনিবার পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এফএস/এসএস (ডিপিএ, রয়টার্স, এপি)