জার্মানিতে জলসিক্ত বড়দিন
জার্মানির অনেক অংশেই এবার আর শুভ্র বড়দিনের দেখা মেলেনি৷ বরং ভারী বর্ষায় নদী নালা উপচে সৃষ্টি হয়েছে বন্যা৷ ফলে ছুটির সময়টা অনেকের কাটছে ব্যস্ততার মাঝে৷
থুরিংগিয়ায় উদ্ধার তৎপরতা
জার্মানির থুরিংগিয়া রাজ্যের ছোট্ট শহর ভিন্ডাহাউসেন বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি৷ বড়দিনের সন্ধ্যায় সেখানকার সব রাস্তা পানির নিচে তলিয়ে যায়৷ ফলে শহরটির বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়৷ শহরটির বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও কাজ করছে না৷
লোয়ার স্যাক্সনিতে বালুর বস্তা
বড়দিনের সন্ধ্যায় কয়েকশত উদ্ধারকর্মী এভাবে মানববন্ধন তৈরি করে বালুর বস্তা বহন করেছেন৷ ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পাড় ভেঙ্গে পড়ার দশা হলে বালুর বস্তা দিয়ে তা রক্ষা করার চেষ্টা করা হয়৷ উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাদের এই উদ্যোগ এখন অবধি সফল৷
ড্রেসডেনের বন্যা প্রতিরোধক গেট
ঐতিহাসিক শহর ড্রেসেডেনে বড়দিনের দুপুরে বন্যা প্রতিরোধক মোবাইল গেট বসানো হয়েছে৷
হেসেতে বন্যার সতর্কতা
জার্মানির একেক রাজ্যের বন্যা সতর্কতার মাত্রা একেক রকম৷ সাধারণত তিন এবং চার নম্বর সতর্কবার্তা সবচেয়ে বিপজ্জনক এবং ক্ষতিকর৷ হেসেতে বন্যার সতকর্তার মাত্রা তিন নম্বরে রয়েছে৷
হানোফারে পানিতে তলিয়ে গেছে মাঠঘাট
হানোফারের মারিয়েনব্যার্গ দুর্গের আশেপাশের এলাকা পানির নীচে তলিয়ে গেছে৷
রুহর নদীর পানি উপচে বন্যা
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে রুহর নদীর পানিও উপচে পড়ে বন্যার সৃষ্টি হয়েছে৷ বড়দিনের পর পানি আবার কমতে শুরু করেছে৷
দানিউবের পানি বেড়েছে
রেগেন্সবুর্গের বারো শতকের স্টোন ব্রিজটি আজও টিকে আছে৷ দানিউব নদীর উপরের এই সেতুটি অবশ্য বন্যার পানিতে খুব একটা ঝুঁকিতে নেই৷ কারণ সেটি নিকট অতীতে সংস্কার করা হয়েছে৷ জার্মানির আরো অনেক এলাকায় বন্যার পানি বাড়লেও দেশটিতে এখনো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি৷