‘জার্মানির তথ্যে সাধারণ নাগরিক নিহত’
৩০ মার্চ ২০১৭সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)-এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত রাকা শহরের ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল-মানসুরা শহরে মঙ্গলবার এই হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন আইএস-বিরোধী জোট৷ ভবনটিতে গৃহহীন মানুষরা আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’৷
আইএস-বিরোধী ঐ জোটে জার্মানির কয়েকটি ‘রিকনিসনস’ জেট ব্যবহৃত হচ্ছে, যাদের কাজ শত্রুপক্ষের অবস্থান সংক্রান্ত তথ্য জোগাড় করা৷
জার্মানির ‘স্যুডডয়চে সাইটুং’ পত্রিকাসহ এনডিআর এবং ডাব্লিউডিআর প্রচারমাধ্যম বলছে, হামলার আগের দিন জার্মানির জেট বিমান থেকে তোলা ঐ স্কুলভবনের ছবি আইএস-বিরোধী জোটকে দেয়া হয়েছিল৷ এরপর হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণেও সেখানে জেট পাঠিয়েছিল জার্মানি৷
জার্মানির মিলিটারি ইন্সপেক্টর জেনারেল ফল্কার ভিকার বুধবার বিষয়টি নিয়ে সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে৷
এদিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা ডিপিএ-কে বলেছেন, ভবনে থাকা জঙ্গি অথবা সাধারণ মানুষদের লক্ষ্য করে হামলা চালানোর মতো যথেষ্ট তথ্য ঐ ছবিগুলোতে ছিল না৷
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, আইএসকে লক্ষ্য করে চালানো হামলায় সাধারণ নাগরিক নিহত হওয়ার তথ্য তাদের কাছে নেই৷ তবে এ বিষয় তদন্ত চলছে বলে জানিয়েছে তারা৷
উল্লেখ্য , ২০১৪ সাল থেকে শুরু হওয়া আইএসবিরোধী অভিযানে কমপক্ষে ২২০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে চলতি মাসে জানিয়েছিল আইএসবিরোধী জোট৷ তবে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী কয়েকটি সংস্থা বলছে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি৷
চেজ ভিন্টার/জেডএইচ