জার্মানির বনে অসমতা নিয়ে আলোচনা
জার্মানির প্রচারমাধ্যম ডয়চে ভেলে প্রতিবছর বন শহরে ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ আয়োজন করে থাকে৷ সারা বিশ্ব থেকে সংবাদ সংশ্লিষ্টরা এতে অংশ নেন৷
বার্ষিক আয়োজন
জার্মানির বন শহরে ডয়চে ভেলের উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলন গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) বুধবার শেষ হয়েছে৷ তিনদিনব্যাপী এই সম্মেলন সোমবার শুরু হয়েছিল৷ এবারের মটো ছিল, ‘বৈশ্বিক অসমতা’৷ পৃথিবীতে বৈষম্য কেন বাড়ছে? বৈষম্যের কারণেই কি মানুষ দেশান্তরী হয়? এক্ষেত্রে গণমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে? – এরকম অসংখ্য প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করেছেন অংশগ্রহণকারীরা৷
উদ্বোধনী অনুষ্ঠান
সোমবার সকাল ১০টায় বন শহরের ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী আরমিন লাশেট৷ তিনি বলেন, ‘‘ডিজিটাইজেশন শিল্প কারখানার ধরন পরিবর্তন করছে৷ জার্মানির মতো প্রযুক্তিতে উন্নত দেশগুলোতেও এটি প্রভাব ফেলছে৷ ফলে আমাদের কেবল বৈশ্বিক অসাম্যতা নিয়ে আলোচনা করলেই হবে না, নিজ দেশের ভেতরের অসাম্যতা নিয়েও কথা বলতে হবে৷’’
সংগীতের মূর্চ্ছনা
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডয়চে ভেলে ও জার্মানির আরেক প্রচারমাধ্যম ডাব্লিউডিআর-এর কয়্যার বেটোফেনের নবম সিম্ফনি থেকে ‘ওড টু জয়’ পরিবেশন করেন৷ এছাড়া ভারতের তরুণ ব়্যাপার গিন্নি মাহি’রও একটি পরিবেশনা ছিল৷ আরও ছিল জ্যাজ মিউজিক৷
অংশগ্রহণকারী
এবার ছিল জিএমএফ-এর ১১ তম আয়োজন৷ ১২০টি দেশ থেকে দুই হাজার তিনশ’র বেশি সাংবাদিক, গণমাধ্যম উদ্যোক্তা, কর্মী, এনজিওকর্মী, ব্লগারসহ সংবাদসংশ্লিষ্টরা সম্মেলনে অংশ নিয়েছেন৷
বাংলাদেশের অংশগ্রহণকারী
চ্যানেল আই-এর ফরিদুর রেজা সাগর, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দীন, আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান এবং ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ এর বার্তা সম্পাদক ও বার্তাকক্ষ প্রধান জাহিদুল কবির সম্মেলনে অংশ নেন৷ সৈয়দ আশফাকুল হক ও খালেদ মুহিউদ্দীনকে নিয়ে ফেসবুক লাইভ করেছে বাংলা বিভাগ৷ লাইভটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন
নাম ‘দ্য ডন অফ ইসলামিজম ইন বাংলাদেশ’৷ ডয়চে ভেলের তৈরি প্রায় ৪২ মিনিটের এই তথ্যচিত্রটি গ্লোবাল মিডিয়া ফোরামের দ্বিতীয় দিন প্রদর্শন করা হয়৷ সেই সময় নির্মাতারা বলেন, বাংলাদেশে কাজ করার সময় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেননি৷ তথ্যচিত্রটি দেখতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
হামিদ কারজাই-এর উপস্থিতি
সম্মেলনের দ্বিতীয় দিনের এক সেশনে উপস্থিত ছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ তাঁর বক্তব্যে তিনি কাবুল ও তালেবানের মধ্যে যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানান৷ এছাড়া জার্মানিসহ পশ্চিমা বিশ্বকে আফগানিস্তানে তাঁদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করে নিতে হবে, বলেও মন্তব্য করেন সাবেক আফগান প্রেসিডেন্ট৷
বাকস্বাধীনতা পুরস্কার প্রদান
ইরান সরকারের বিরুদ্ধে সাহসি সমালোচনার জন্য সেদেশের রাষ্ট্রবিজ্ঞানী সাদেঘ জিবাকালামকে বাকস্বাধীনতা পুরস্কার প্রদান করেছে ডয়চে ভেলে৷ পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘‘ইরানের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম৷’’