1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুনে কমেছে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ

৭ জুলাই ২০২৩

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে দুই বছরের মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যসূচক জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে।

https://p.dw.com/p/4Tb8I
Deutschland Supermarkt | Kühlregal
ছবি: Martin Wagner/IMAGO

দুই বছরেরও বেশি সময় ধরে চিনি, উদ্ভিজ্জ তেল, শস্য এবং দুগ্ধজাত পণ্যের দাম কমে যাওয়াকে এই মূল্য সূচক কমার কারণ হিসেবে মনে করা হচ্ছে।

এফএও শুক্রবার বলেছে, মে থেকে জুন মাসে মূল্যসূচক ১২৪ পয়েন্ট থেকে ১২২ দশমিক ৩ পয়েন্টে নেমে এসেছে।

২০২১ সালের এপ্রিল মাসের পর এটিই সর্বনিম্ন অবস্থান হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এই মুহূর্তে মূল্যসূচকটির যে অবস্থান তা সূচকের সবসময়ের সর্বোচ্চ অবস্থান থেকে ২৩ দশমিক ৪ শতাংশ নিচে রয়েছে।

খাদ্য সহায়তার উপর নির্ভরশীল তাদের জীবন

২০২২-২৩ অর্থবছরে বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন কম হতে পারে বলে এফএও পূর্বাভাসে ধারণা করেছিলো । বিশ্বজুড়ে টানা চার বছর খাদ্যশস্য উৎপাদনের ঊর্ধ্বগতির পর এবারই প্রথম কম উৎপাদন হতে পারে।

এসএইচ/আরআর (রয়টার্স)