জেরুসালেমে এবার অস্ট্রেলিয়ারও দূতাবাস?
১৬ অক্টোবর ২০১৮মঙ্গলবার অপ্রত্যাশিতভাবে সংবাদ সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘‘আমরা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অঙ্গীকারাবদ্ধ৷ কিন্তু স্পষ্টভাবে বললে বলতে হয়, বিষয়টি সেভাবে এগোচ্ছে না৷ এক্ষেত্রে অনেক বেশি অগ্রগতি হয়নি৷ আপনি দিনের পর দিন একইরকম চেষ্টা চালিয়ে ভিন্ন ফল আশা করতে পারেন না৷''
তিনি বলেন, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তবে তিনি মনে করেন, ‘‘অস্ট্রেলিয়ার এ ব্যাপারে খোলামন নিয়ে ভাবা উচিত৷'' তিনি আরো বলেন, ‘‘আমি এক্ষেত্রে খোলামনের এবং আমাদের সরকারও এ ব্যাপারে খোলামন নিয়ে ভাবছে৷''
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু টুইটারে অস্ট্রেলিয়ার সম্ভাব্য নীতি পরিবর্তনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রতি তিনি ‘খুব কৃতজ্ঞ' বলেও জানান৷
গতবছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন৷ এরপর চলতি বছরের এপ্রিলের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া সমাপ্ত হয়৷ এরপর প্যারাগুয়ে ও গুয়াতেমালাও দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু পরবর্তীতে প্যারাগুয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে৷
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই মন্তব্যের আগে তাঁর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি৷ ইসরায়েলে অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত ডেভ শর্মা এই প্রস্তাব করেন বলেও জানান প্রধানমন্ত্রী মরিসন৷
উল্লেখ্য, মরিসনের দলের প্রার্থী হয়ে সিডনির এক আসনে উপ-নির্বাচনে লড়ছেন শর্মা৷ শনিবারের এই নির্বাচন মরিসনের জন্য খুব গুরুত্বপূর্ণ৷ কারণ, শর্মা যদি জিততে না পারেন তাহলে মরিসনের দল সংসদে এক-আসনের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে৷
সিডনির ঐ আসনে বহু ইহুদির বসবাস৷ তাঁদের ভোট পেতে মরিসন জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের কথা ভাবছেন বলে সমালোচনা করেছে বিরোধী দল৷ ‘‘স্কট মরিসন এখন তাঁর চাকরি বাঁচাতে এতই মরিয়া যে, সামান্য কিছু ভোট পাওয়ার জন্য তিনি যা খুশি বলছেন৷ এমনকি অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের কথাও তিনি ভাবছেন না,'' বলেন বিরোধী দলের মুখপাত্র পেনি ওং৷
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দূতাবাস সরানো বিষয়ক মন্তব্যের পর ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্থগিত করতে পারে৷
দেশে ও বিদেশে এমন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে মরিসন সংসদকে জানিয়েছেন, দূতাবাস সরানোর সিদ্ধান্ত নেয়ার আগে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলবেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)