টি-টোয়েন্টি, একদিনের ক্রিকেটে এক নম্বরে ভারত, বাংলাদেশ নবম স্থানে
আইসিসি তালিকায় টেস্টে ভারত দুই নম্বরে, টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে এক নম্বরে। বাংলাদেশ নবম স্থানে।
টেস্টে এক নম্বরে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া এখন ১২৪ পয়েন্ট পেয়ে টেস্ট ক্রিকেটের তালিকায় এক নম্বরে আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর তিনটি টেস্ট হেরে ভারত এখন দুই নম্বরে নেমে গেছে। তারা ১১১ পয়েন্ট পেয়েছে। সাউথ আফ্রিকা আছে তিন নম্বরে, তাদের পয়েন্ট ১০৭। শুক্রবার থেকে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এখানে যারা জিতবে, তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া অনেকটাই পাকা হয়ে যাবে।
একদিনের ক্রিকেটে এক নম্বরে ভারত
একদিনের ক্রিকেটে আবার ভারত ১১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে, ঠিক তার পিছনেই দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ১১৩। ১০৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান। বাংলাদেশ ৪৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে।
টি-টোয়েন্টিতেও এক নম্বরে ভারত
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত ২৬৮ পয়েন্ট পেয়ে এক নম্বরে আছে। ২৫৯ পয়েন্ট পেয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। ২৫৫ পয়েন্ট পেয়ে তিন নম্বরে ইংল্যান্ড। ৫৩ পয়েন্ট পেয়ে নয় নম্বরে বাংলাদেশ।
টেস্ট ব্যাটারদের মধ্যে প্রথম ২০তে বাংলাদেশ নেই
টেস্টে ব্যাটারদের মধ্যে ৯০৩ পয়েন্ট পেয়ে প্রথমে আছেন ইংল্যান্ডের জো রুট। দুই নম্বরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে ভারতের যশস্বী জয়সওয়াল এবং ছয় নম্বরে ঋষভ পন্থ। বাংলাদেশের কোনো ব্যাটার প্রথম ২০-র মধ্য়ে নেই।
একদিনের ক্রিকেটে এক নম্বরে বাবর আজম
একদিনের ক্রিকেটে এক নম্বরে আছেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। দুইয়ে রোহিত শর্মা, তিনে শুভমন গিল, চার নম্বরে বিরাট কোহলি। ২৫ নম্বরে আছেন নাজমুল শান্ত।
টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটার
টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে এক আছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তিনে তিলক বর্মা এবং চার নম্বরে সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে বাবর আজম। এখানেও প্রথম ২০ জনের মধ্যে বাংলাদেশের কেউ নেই।
এক নম্বর বোলার
বোলারদের মধ্যে টেস্টে এক নম্বরে আছেন সাউথ আফ্রিকার কাগিসো রাবাডা। তিন নম্বরে যশপ্রীত বুমরাহ। ১৮ নম্বরে আছেন তাইজুল ইসলাম। একদিনের ক্রিকেটে এক নম্বরে আছেন পাকিস্তানের শাহীন আফ্রিদি। চার নম্বরে কুলদীপ যাদব। ২৪ নম্বরে মেহদি হাসান। টি-টোয়েন্টিতে এক নম্বরে ইংল্যান্ডের আদিল রশিদ, আট নম্বরে ভারতের রবি বিষ্ণোই, ১৮ নম্বরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
অলরাউন্ডারদের তালিকা
টেস্টে এক নম্বর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, দুইয়ে রবিচন্দ্রন অশ্বিন, তিন নম্বরে সাকিব আল হাসান। একদিনের ক্রিকেটে একে আফগানিস্তানের মোহাম্মদ নবি, চারে মেহদি হাসান, আটে রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টিতে এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। প্রথম ২০-র মধ্যে বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই।