1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা না নেওয়াদের কনসার্টের টিকিট ৫৫গুণ বেশি

৩১ মে ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যারা দুটো টিকা নিয়েছেন তাদের জন্য একটি কনসার্টের টিকিটের মূল্য ১৮ ডলার৷ একই টিকেটের জন্য যারা টিকা নেয়নি তাদের গুণতে হবে এক হাজার ডলার৷

https://p.dw.com/p/3uE4d
ছবি: MiS/imago images

টিকিটের ক্ষেত্রে বৈষম্যের কারণ জানাতে গিয়ে কনসার্টের আয়োজক জানান, টিকা নেওয়ার জন্য কাউকে জোরাজুরি নয়৷ টিকা না নেওয়া কেউ কনসার্টে এলে অন্য অনেকের  মধ্যেই আতংক তৈরি হবে, তা কাটাতেই এই বাড়তি দাবি৷ গালফ উপসাগরীয় উপকূলের সেন্ট পিটার্সবার্গ শহরে টিনএজ পাঙ্ক রক ব্যান্ডের বটল রকেটের  কনসার্ট আগামী  ২৬জুন৷

টিনএজ ব্যান্ডের কনসার্টটি যারা উপভোগ করতে যাবেন তাদের সবাইকে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া টিকাদান সার্টিফিকেট দেখাতে হবে৷ এই খবরটি জানার পর, টিকাবিরোধীদের কাছ থেকে অসংখ্য অশোভন মন্তব্য এবং হুমকি এসেছে বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন কনসার্ট আয়োজক পল উইলিয়ামস ৷

এদিকে পত্রিকাটিকে কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে বলে জানান ফ্লোরিডা গভর্নরের মুখপাত্র রন ডেসান্টিস৷

ব্যবসাক্ষেত্র, সরকারি সংস্থা, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে টিকা দেওয়ার প্রয়োজন থেকে নিষেধাজ্ঞা বিষয়ক একটি আইন স্বাক্ষর করা হয়েছে৷ এই আইনটি জুলাই থেকে কার্যকর হবে৷

 এনএস/কেএম (ডিপিএ)