1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা নেয়ার পোজ: মন্ত্রী ও অন্যদের ব্যাখ্যা

১৩ মার্চ ২০২১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের করোনার টিকা নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷ এ নিয়ে ডয়চে ভেলের কাছে ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি৷

https://p.dw.com/p/3qam1
ফাইল ছবিছবি: M. Haque

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির মাধ্যমে এমন বার্তা ছড়িয়েছে যে ‘মন্ত্রী করোনার টিকা না নিয়েই ফটোসেশন করেছেন’৷ এ বিষয়ে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক ডয়চে ভেলেকে জানান, তিনি যে টিকা নিয়েছেন, সেই প্রমাণ তার কাছে আছে৷ তবে ‘সাংবাদিকদের অনুরোধে’ ছবির জন্য ‘টিকা নেয়ার পোজ’ দিয়েছিলেন তিনি৷ মন্ত্রীর টিকা নেয়ার বিষয়টি জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক ও সেসময় সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিকও৷

আ ক ম মোজাম্মেল হক

ডয়চে ভেলেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘‘আমি ১৭ ফেব্রুয়ারি সচিবালয়ের ক্লিনিকে টিকা নিয়েছি৷ সেখানে সাংবাদিকরাও ছিলেন৷ তারা অনেকেই ছবি ও ভিডিও নিয়েছেন৷ তারা আমাকে টিকা নিতে দেখেছেন৷ আর টিকা নেয়ার প্রমাণপত্রও আমার কাছে আছে৷ তারপরও যদি কেউ মিথ্যাচার করে তাহলে কী বলার আছে!’’

তিনি জানান, তিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার কথা শুনেছেন৷ অনেকে তাকে ফোন করেছে৷ কিন্তু ভিডিওটি তিনি দেখেননি, তাই বিষয়টি বুঝতে পারছেন না৷

তিনি আরো বলেন, ‘‘টিকা নেয়ার সময় অনেক সাংবাদিক থাকলেও পরে কেউ কেউ বলেন তারা ছবি পাননি৷ তাদের অনুরোধে আমি আবার পোজ দিই৷’’

মন্ত্রী জানান, বিভ্রান্তি নিরসনে দুই ধরনের ভিডিও তিনি শনিবার সন্ধ্যায় ইউটিউবে দিয়েছেন৷ এরপরও কেউ ‘বিভ্রান্তি’ ছড়ালে আইনগত ব্যবস্থা নিবেন৷

এদিকে, সচিবালায় ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীও মন্ত্রীর টিকা গ্রহণের কথা জানান৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘মন্ত্রী টিকা নিয়েছেন৷ তার দ্বিতীয় ডোজ নেয়ারও সময় চলে এসেছে৷ তবে যে ভিডিওর কথা বলা হচ্ছে এটা টিকা দেয়ার পরে নেয়া৷ টিকা নেয়ার পর কয়েকটি সংবাদমাধ্যমের অনুরোধে মন্ত্রী পরে আবার টিকা নেয়ার পোজ দেন৷ এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে৷’’

ক্লিনিকে সিনিয়র স্টাফ নার্সের দায়িত্বে থাকার স্বপ্না রানীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমার ঠিক মনে নাই, তবে আমি তিনজন মন্ত্রীকে টিকা দিয়েছি৷ সম্ভবত তার মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন৷’’ তিনি বলেন, ‘‘বুথে জামা খুলে অনেকেই টিকা নেন৷ তাই বাইরে এসে জামা পরে আবার পোজ দেন ছবি তোলার জন্য৷ এরকম অনেকেই করেছেন৷ তখন আমরা ছবি নেয়ার সময় টিকা দেয়ার মত ডেমো করি৷’’

স্বপ্না রানী

মন্ত্রীর টিকা নেয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জাগো নিউজের প্রতিবেদক ইসমাইল হোসেন রাসেল৷ তিনি বলেন, ‘‘মন্ত্রী টিকা নিয়েছেন৷ কিন্তু কয়েকটি টিভি স্টেশনের ক্যামেরা পার্সন একটু পরে আসায় তারা ফুটেজ পাননি৷ তখন মন্ত্রী তাদের অনুরোধে আবার পোজ দেন৷’’

এটিএন নিউজের ক্যামেরা পার্সন সোহেল রানা সেরকমই একজন৷ তিনি জানান, মন্ত্রী যখন টিকা নেন তার ভিডিও চিত্র একমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি পেয়েছিল৷ ‘‘তিনি টিকা নেয়ার পর উঠেও গিয়েছিলেন৷ আমাদের অনুরোধে তিনি আবার বসে পোজ দেন৷ তখন তো তাকে আবার টিকা দেয়া যায় না৷ সেই ভিডিও নিয়ে হয়তো কেউ বিভ্রান্তি সৃষ্টি করেছে,’’ বলেন রানা৷

উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ‘টিকা নেয়া’ ও ‘পোজ দেয়া’ সংক্রান্ত দু'টি ভিডিওই দেখা গেছে৷ তবে ডয়চে ভেলের পক্ষে কোনটিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি৷