1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেক্সাসে মহানবীর কার্টুন প্রদর্শনীতে গুলিচালনা

৪ মে ২০১৫

টেক্সাসের গারল্যান্ড শহরে হজরত মহম্মদের কার্টুন সংক্রান্ত একটি প্রদর্শনী ও প্রতিযোগিতা শেষ হবার সময় দু'জন বন্দুকধারী এক নিরাপত্তা কর্মীর দিকে গুলি চালায়৷ পরে আততায়ীরা পুলিশের গুলিতে নিহত হয়৷

https://p.dw.com/p/1FJen
USA Texas Mohammed Karikaturen Anschlag
ছবি: Reuters/Mike Stone

ঘটনাস্থল ড্যালাস শহরের উপকণ্ঠে কার্টিস কালওয়েল সেন্টার৷ এ'টি একটি ইনডোর অ্যারেনা, বস্তুত স্কুল ডিস্ট্রিক্টের অংশ৷ রবিবার সেখানে হজরত মহম্মদের কার্টুন সংক্রান্ত প্রতিযোগিতা ও প্রদর্শনীটির আয়োজন করেছিলেন এএফডিআই বা অ্যামেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ সংগঠনের প্রধান প্যামেলা গেলার৷

সাদার্ন পভার্টি ল সেন্টার গেলার-এর সংগঠনকে একটি ‘হেট গ্রুপ' হিসেবে বর্ণনা করেছে৷ গেলার স্বয়ং কট্টর ইসলাম বিরেধী৷ ২০১০ সালে যখন নাইন-ইলেভেনের সন্ত্রাসে বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে একটি ইসলামিক সেন্টার সৃষ্টির কথা চলেছে, তখন গেলার তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছিলেন৷

এমনকি তাঁর গারল্যান্ডের ভেন্যুটি বেছে নেওয়ার কারণও নাকি এই যে, প্যারিসে শার্লি এব্দো হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ পরে এই কার্টিস কালওয়েল সেন্টারেই ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল৷ রবিবারের প্রদর্শনীতে জুরি এবং জনতার নির্বাচিত সেরা কার্টুনের জন্য নগদ পুরস্কারের ব্যবস্থা ছিল৷ অনুষ্ঠানে গেলার ছাড়াও বক্তৃতা দিয়েছিলেন ওলন্দাজ রাজনীতিক গের্ট উইল্ডার্স, যিনি তাঁর ইসলাম বিরোধী মনোভাবের জন্য পরিচিত৷

রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ কার্টিস কালওয়েল সেন্টারের বাইরের পার্কিং লটে দু'জন বন্দুকধারী একজন সিকিওরিটি গার্ডের দিকে অটোম্যাটিক রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে৷ অকুস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা উভয় আততায়ীকেই গুলি করে হত্যা করেন৷ বিশেষত দ্বিতীয় আততায়ী যখন তার পিঠের রুকস্যাকের দিকে হাত বাড়ায়, তখন সেখানে বোমা কিংবা বিস্ফোরক রাখা থাকতে পারে ভেবে পুলিশ অফিসাররা সঙ্গে সঙ্গে গুলি চালান৷ আততায়ীদের গাড়িতেও বোমা থাকতে পারে, এই আশঙ্কায় পুলিশ গাড়ি সার্চ না হওয়া পর্যন্ত নিহত বন্দুকধারীদের মৃতদেহ সেখানেই ফেলে রেখেছে৷ এমনকি কালওয়েল সেন্টারের কাছাকাছি এলাকা থেকে প্রথমে বাসিন্দাদের স্থানান্তরিত করা হয়েছে৷

Mohammed-Karikaturen/ Texas/Wilders
ওলন্দাজ রাজনীতিক গের্ট উইল্ডার্সছবি: epa/dpa

গুলিতে আহত সিকিওরিটি গার্ড হাঁটুতে চোট পেয়েছেন৷ হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়৷ ঘটনার সময় প্রায় ২০০ মানুষ কালএয়েল অ্যারেনা'টিতে ছিলেন৷ তারা জানতেও পারেননি বাইরে কি ঘটছে৷ পুলিশ অফিসাররা প্রথমে তাদের ভিতরেই থাকতে বলেন৷

আততায়ীদের পরিচিতি সম্পর্কে পুলিশ এখনও কিছু বলতে পারেনি৷ সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বিবরণ অনুযায়ী একজন ইসলামিক স্টেট যোদ্ধা টুইটারে দাবি করেছে যে, ‘‘আমাদের ২ জন ভ্রাতা (টেক্সাসের প্রদর্শনীর উপর) এইমাত্র গুলি চালানো শুরু করেছে৷'' টুইটে আরো যোগ করা হয়: ‘‘ওরা ভেবেছিল, ওরা টেক্সাসে ইসলামিক স্টেটের সৈনিকদের হাত থেকে নিরাপদ৷''

অপরদিকে এএফডিআই সংগঠনের যুগ্ম-প্রতিষ্ঠাতা প্যামেলা গেলার টেক্সাসের ঘটনাকে ‘‘বাকস্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ'' বলে বর্ণনা করেছেন৷ ‘‘এটা আমাদের সকলের স্বাধীনতার উপর আক্রমণ'', বলে মন্তব্য করেছেন গের্ট উইল্ডার্স৷

এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য