1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'ট্রাফিক পরিচালনার কথা যে সিভিকদের, তারা পুলিশের কাজ করছে'

৩১ আগস্ট ২০২৪

রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী ডিডাব্লিউকে বলেন, "যাদের শুধু ট্রাফিক পরিচালনা করার কথা, তারা পুলিশের কাজ করছে। এই ব্যবস্থা চলতে দেয়া যায় না। যে কোনো দলই ক্ষমতায় থাক, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সিভিকদের মতো চাকরি যেন না হয়। প্রয়োজনে সব নিয়োগ বাতিল করে, ফের বাছাইয়ের মাধ্যমে যোগদান করানো হোক।''

https://p.dw.com/p/4k8O2