ঢাকা কার্যত লকডাউন
ঢাকায় এখন জরুরি যানবাহন ছাড়া আর কিছু চলছে না।রাজধানী থেকে অন্য শহরে যাওয়া বন্ধ৷ রাস্তায় নেই মানুষ। তবে এরমধ্যেও জুমার নামজের সময় ছিল মসজিদে ভিড়।
গাবতলীতে সুনসান নিরবতা
ঢাকার সবচেয়ে বড় বাস টার্মিনালে গাবতলীতে সব বাস দাঁড়িয়ে আছে। দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। সিটি সার্ভিসও বন্ধ।
সদর ঘাটে নোঙর করে আছে লঞ্চ
ঢাকার সদরঘাটে নেই কোনো কোলাহল। নৌপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর বুড়িগঙ্গার অপর পাড়ে লঞ্জগুলো নোঙর করে আছে।
ফাঁকা কমলাপুর
কমলাপুর রেলস্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু নেই কোনো যাত্রী। এরকম কমলাপুর দেখা যায় না।
ঢাকার ফাঁকা সড়ক
ঢাকার সড়কগুলো আরো ফাঁকা হয়ে গেছে। গণপরিবহন একদমই নেই, ব্যক্তিগত যানবাহনও খুব একটা চলছে না।
হঠাৎ দেখা মেলে রিকশার
রাস্তায় মাঝে মধ্যে দু’একটি রিকশা, মটরবাইক বা অটোরিকশার দেখা যায়। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রাস্তায় বের হচ্ছেন না।
রিকশার যাত্রী নেই
নানা গলিতে এখনো রিকশা চালকদের দেখা গেলেও যাত্রী প্রায় নেই বললেই চলে। ফাঁকা ঢাকায় দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো তাই চরম বিপাকে পড়েছে।
জরুরি সেবায় গাড়ি
সড়কে জরুরি সেবার গড়ি, মেবাইল কোর্ট, জরুরি ঔষধের গাড়ি দেখা যায়।
জুমার নামাজে ভিড়
ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে তেমন সাড়া মেলেনি। তাই আগের মত না হলেও শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ভিড় ছিলো।