ঢাকায় নানা রঙের দুর্গা পূজা
এবারও ঢাকার অনেক জায়গায় দুর্গা পূজা হচ্ছে৷ ছবিঘরে দেখুন রাজধানী ঢাকার দুর্গা পূজার ১০ রঙ৷
প্রাচীন মন্দিরে শারদ উৎসব
ঢাকেশ্বরী জাতীয় মন্দির। দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত। শারদ উৎসবে দেশের অন্যতম প্রাচীন এই মন্দির প্রাঙ্গণ মুখর ভক্ত, পূজার্থীদের আগমণে৷অষ্টমী তিথিতে এই মণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা্৷
‘অভিজাতদের’ পূজা
দেড় যুগেরও বেশি সময় ধরে দুর্গা পূজা হচ্ছে বনানী মাঠে। গুলশান-বনানীর ধনাঢ্যদের এই আয়োজন বরাবরই আকর্ষণীয়। পূজায় এবারের তোড়ন সাজানো হয়েছে ফ্রেমে ফ্রেমে কলসী দিয়ে৷
গলির পূজা
শাঁখারি বাজারে নব কল্লোল পূজা কমিটির এই পূজা হচ্ছে রাস্তার ওপর তৈরি করা মাচায় প্রতিমা বসিয়ে। শাঁখারি আর তাঁতী বাজারের গলিতে এমন পূজার ঐতিহ্য রয়েছে৷
শিক্ষাঙ্গনের পূজা
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠের পূজা। এটিই ঢাকার শিক্ষাঙ্গনে আয়োজিত একমাত্র দুর্গা পূজা৷
রামকৃষ্ণ মিশনে পূজা
গোপীবাগের রামকৃষ্ণ মঠ ও মিশনেই শুধু কুমারী পূজা হয়। মহাষ্টমী তিথিতে অনুষ্ঠিত এবারের পূজায় ছয় বছরের শতাক্ষী গোস্বামীকে পূজা করা হয় কুমারী দেবী রূপে।
মিডিয়া পাড়ার পূজা
কারওয়ান বাজারের মিডিয়া পাড়া খ্যাত এই পূজা পাঁচ বছরে পা রাখলো। মণ্ডপে অধিষ্ঠিত দেবী দুর্গার প্রতিমাটি নানা ধাতুর মিশেলে চারশ কেজিরও বেশি ওজনের।
শত বছরের পূজা
রায়েরবাজারে পাল সম্প্রদায়ের পূজা। শত বছরেরও বেশি সময় পেরোনো এই পূজা এখন হচ্ছে তিনশ বছরের পুরোনো মহাপ্রভু আখড়া মন্দিরে৷
হরিজনদের পূজা
রাজধানীতে হরিজনদের আয়োজনে পূজা হয় পাঁচটি। পাঁচটির মধ্যে গণকটুলির এই পূজাটি ৭৫ বছরে পা রেখেছে।