মারধর এবং ঘুস চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে এএসআই সিলন আলী বলেন, ‘‘ওই পরিবারটি যে মাদক ব্যবসায়ী তা সবাই জানে৷ আমরা খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তার কাছে ৩০ পিস ইয়াবা পাই৷ তাকে কোনো মারধর করা হয়নি৷ তার গায়ে একটি ফুলের টোকাও দেওয়া হয়নি৷ আমরা কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে ইয়াবা জব্দ করি৷ দুইজন সাংবাদিক ভাইও সেখানে ছিলেন৷''