1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তালেবানের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের কিছু মানুষ’

১৪ আগস্ট ২০২১

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের কিছু মানুষ ‘ঘর ছেড়েছে’ বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম৷

https://p.dw.com/p/3yzBD
কাবুল থেকে দক্ষিণে অবস্থিত শহর গজনিতে টহলরত তালেবান সদস্যরা৷ ছবি: Gulabuddin Amiri/AP Photo/picture alliance

জাতীয় শোক দিবসকে সামনে রেখে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে৷

শফিকুল ইসলাম বলেন, ‘‘এখন পৃথিবী সাইবার নির্ভরশীল৷ এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহ করছে৷’’ তিনি জানান, তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তানে পৌঁছার চেষ্টা করছে৷ কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে৷ ‘‘জঙ্গিদের বিষয়ে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে৷ কঠোর নজরদারি রয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে,’’ বলেন তিনি৷

এদিকে আফগানিস্তানে তালেবানরা একের পর এক শহর দখল করে নিচ্ছে৷ পৌঁছে গেছে রাজধানী কাবুলের কাছেও৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরীফে তারা আক্রমণ করেছে৷ কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণে লোগার প্রদেশে পুরোটাই তারা নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন সেখানকার আইন প্রণেতা হোমা আহমাদি৷ দক্ষিণের শহর কান্দাহারের প্রধান রেডিও স্টেশন দখল করার একটি ভিডিও ছেড়েছে তালেবান৷

এদিকে শনিবার দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন আফগানিস্তানে শান্তি নিশ্চিত করতে তিনি সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, নাগরিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন৷

এফএস, এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান