‘তালেবানের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের কিছু মানুষ’
১৪ আগস্ট ২০২১জাতীয় শোক দিবসকে সামনে রেখে শনিবার ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে৷
শফিকুল ইসলাম বলেন, ‘‘এখন পৃথিবী সাইবার নির্ভরশীল৷ এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহ করছে৷’’ তিনি জানান, তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তানে পৌঁছার চেষ্টা করছে৷ কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে৷ ‘‘জঙ্গিদের বিষয়ে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে৷ কঠোর নজরদারি রয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে,’’ বলেন তিনি৷
এদিকে আফগানিস্তানে তালেবানরা একের পর এক শহর দখল করে নিচ্ছে৷ পৌঁছে গেছে রাজধানী কাবুলের কাছেও৷ শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরীফে তারা আক্রমণ করেছে৷ কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণে লোগার প্রদেশে পুরোটাই তারা নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন সেখানকার আইন প্রণেতা হোমা আহমাদি৷ দক্ষিণের শহর কান্দাহারের প্রধান রেডিও স্টেশন দখল করার একটি ভিডিও ছেড়েছে তালেবান৷
এদিকে শনিবার দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি বলেছেন আফগানিস্তানে শান্তি নিশ্চিত করতে তিনি সরকারের জ্যেষ্ঠ পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, নাগরিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছেন৷
এফএস, এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, রয়টার্স)