তীব্র গরমে টিকে থাকতে যা করছে ইউরোপ
ইউরোপের একাংশে তাপদাহ চলছে৷ কিছু অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে৷ শহর এবং পৌরসভাগুলো পরিবেশ ঠান্ডা রাখতে চাচ্ছে৷ প্রশ্ন হচ্ছে, এজন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদে কী করা হচ্ছে?
নিয়ন্ত্রণের বাইরে জঙ্গলের আগুন
স্পেনের দ্বীপ গ্রান কানারিয়ার জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছে৷ সেই আগুন থামাতে দমকল বাহিনীর তিনশোর মতো কর্মী ১১টি বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ ইতোমধ্যে সেখানকার ১১টি বাড়ি পুড়ে গেছে৷ ইউরোপের কিছু অংশে গরমের তীব্রতা এত বেশি যে মনে হচ্ছে প্রকৃতি প্রতিশোধ নিতে শুরু করেছে৷
জ্বলছে গ্রিস
গ্রিসের রাজধানী এথেন্সের কাছে বেশ কয়েকটি জঙ্গলে আগুন লেগেছে এবং দাবানল সৃষ্টি হয়েছে৷ আগুন দ্রুত এমন সব অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে যেখানে গ্রীষ্মে অনেক পর্যটক ভিড় করেন৷
ছায়ায় আশ্রয় খোঁজা
ইটালির রাজধানী রোমে এক ব্যক্তিকে নিজের তৈরি টি-শার্টকে ছাতার মতো ব্যবহার করে মাথা ঢাকতে দেখা যাচ্ছে৷ যেসব শহরের মধ্যে ইটপাথরের রাস্তাঘাট, চলাচলের স্থান বেশি এবং সবুজ গাছপালার উপস্থিতি কম, সেখানে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে৷
শহর ঘিরে সবুজ ছায়া
জার্মানির ড্যুসেলডর্ফে সবুজ দেয়ালের এই ভবনটি শহরের পরিবেশ উন্নয়নে অবদান রাখছে৷ শীঘ্রই জার্মানির সব শহর, রাজ্য এবং পৌরসভার জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ এই উদ্যোগের মধ্যে মূলত শহরগুলোতে যত বেশি গাছ লাগানো এবং ঝোপঝাড় গড়ার বিষয়টি রয়েছে৷
শহরের মধ্যে শীতল মরুদ্যান
পোলিশ শহর ক্রাকাউয়ের শহরের কেন্দ্রে থাকা একটি ওয়াটার স্প্রিঙ্কলার-এর নিচে গায়ে পানি লাগাচ্ছে একটি শিশু৷ কিছু শহরের নানা স্থানে ইতোমধ্যে এরকম শীতল মরুদ্যান তৈরি হয়েছে পানির ফোয়ারা বা স্প্রিঙ্কলার ব্যবহার করে৷ তবে, কিছু দেশে, যেমন ইটালিতে পানির সংকটের কারণে এমন ব্যবস্থাও করা যাচ্ছে না৷
সাদায় শান্তি খুঁজছে গ্রিকরা
গ্রিকরা শহর ঠান্ডা রাখতে ঘরবাড়িতে সাদা রং ব্যবহার করছেন৷ অস্টিপ্যালিয়ার সাদা ভবনগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এগুলো তাপ থেকে বাসিন্দাদের সুরক্ষা দিচ্ছে এবং সাদা রংয়ে সূর্যের আলোর প্রতিফলনও ভালো হচ্ছে৷
সবুজ বাড়াচ্ছে সুইজারল্যান্ড
সবুজ পরিবেশ বাড়িয়ে শহরের জলবায়ু পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে সুইজারল্যান্ড৷ এজন্য তারা এরকম মোবাইল গ্রিনারি তৈরি করেছে যা প্রয়োজনমতো শহরে স্থাপন করা যায়৷
পানীয় জলের আয়োজন
গরম থেকে নগরবাসীকে স্বস্তি দিতে অনেক শহরে পানযোগ্য পানির ফোয়ারা রয়েছে৷ যেমন জার্মানির ফ্রাঙ্কফুর্ট আম মাইনের এই আয়োজনে শুধু সাধারণ মানুষই নন, গৃহপালিত পশুরও স্বস্তি নিশ্চিত হচ্ছে৷
কৃত্রিম মেঘ তৈরি
ভবিষ্যতে হয়ত কৃত্রিম মেঘ তৈরি করার দিকেও ঝুঁকবে ইউরোপের অনেক দেশ৷ আকাশে সমুদ্রের পানি ছড়িয়ে দিয়ে সেটা করা সম্ভব হতে পারে৷