‘‘তুই রাজাকার’’
১৯ জুলাই ২০১৩কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে ড. রমিত আজাদের লেখার শিরোনাম, ‘‘অতি দূর থেকে দেখা একজন হুমায়ুন আহমেদ৷'' ২০১২ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসারত অবস্থায় মারা যান হুমায়ূন৷ আজাদ লিখেছেন, বহুব্রীহি নাটকের একটি সংলাপ আছে, ‘কোথায় যে গেলেন, এখনো ঠিক বুঝতে পারছি না৷ তবে পৃথিবীতে যে নেই এটা বেশ বুঝতে পারছি৷'
একই ব্লগ সাইটে মাহী ফ্লোরা লিখেছেন, ‘‘এইতো কদিন আগেও মাঝে মাঝেই উনার ফোন নং বের করে হাতে নিয়ে বসে থাকতাম৷ কখনো সাহস করতে পারতাম না ফোন দেবার৷ কী হত যদি সাহস করে একবার ফোন টা দিয়েই বসতাম৷ একবার যদি বলতাম আমি আপনার অন্ধ ভক্ত কী এমন হত!''
উন্মোচন ডটকমে নিঝুম মজুমদার লিখেছেন হুমায়ূন আহমদকে নিয়ে তাঁর অভিজ্ঞতা৷ লন্ডন প্রবাসী এই ব্লগার লিখেছেন, ‘‘আমাদের মধ্যবিত্ত জীবন, তার আদর্শ, পরিচয়ে, পরিণয়ে খুব সন্তর্পণে এসেছে হুমায়ূন৷ ঘর আর গেরস্থালির গল্পে হুমায়ূন আমার বাবার কথা বলেছে, বলেছে আমার ক্লান্ত ঈশ্বর – আমার মায়ের কথা, আমার বোন, ভাই, প্রেমিকা, শত্রু, খুনী, মিত্র, স্ত্রী, আত্মীয়, পুত্রের কথা৷''
নন্দিত লেখক হুমায়ূনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ব্লগার এ হুসাইন মিন্টু৷ আমার ব্লগে প্রকাশিত তাঁর লেখার শিরোনাম, ‘‘স্যার আপনাকে মিস করছি ভীষণ৷'' তিনি লিখেছেন, ‘‘হুমায়ুন আহমেদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই৷ তাঁর গুণের কথা বলে কয়ে শেষ করার মতো নয়৷ আজকের এই দিনে শুধু এইটুকু বলতে চাই স্যার, আপনি যেখানে থাকুন, ভালো থাকুন৷ বাংলাদেশ আপনাকে মিস করছে ভীষণ৷''
একই ব্লগ সাইটে হাবিব লিখেছেন, ‘‘খারাপ নিষ্ঠুর পশুরূপী মানুষদেরকে শুধু আশেপাশের মানুষেরাই ঘৃণা করে তা নয়, বরং জীব জন্তুরাও ঘৃণা করে৷ বহুব্রীহিতে পাখির কণ্ঠে ‘‘তুই রাজাকার'' তারই বহিঃপ্রকাশ৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন