ত্রিপোলি ছাড়ার কথা ভাবছেন গাদ্দাফি!
২৪ জুন ২০১১যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে পত্রিকাটি এ খবর দিয়েছে৷ তিনি বলছেন ত্রিপোলিতে বাস করাটা আর নিরাপদ মনে করছেন না গাদ্দাফি৷ মার্কিন গোয়েন্দাদের কাছে এমন খবর রয়েছে বলে মন্তব্য ঐ উপদেষ্টার৷
তবে অন্য মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, তাঁদের মনে হয়না গাদ্দাফি এত তাড়াতাড়ি ত্রিপোলি ছেড়ে যাবেন৷ এবং তাঁরা বিশ্বাস করেন না যে, গাদ্দাফি দেশ ছেড়ে পালাবেন৷
এদিকে বিবিসি বলছে বিদ্রোহীরা ত্রিপোলির একটি আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে আলোচনা করছে যারা গাদ্দাফি বিরোধী বলে পরিচিত৷ এই নেটওয়ার্কে একশোরও বেশি লোক রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন বিদ্রোহীদের গঠিত ‘ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল' বা এনটিসির এক সদস্য আলামিন বেলহাজ৷
তিনি বলছেন, কাউন্সিলের পাঁচ সদস্য প্রতি রাতে এক ঘন্টা করে স্কাইপ ও স্যাটেলাইট ফোনে ত্রিপোলির ঐ নেটওয়ার্কের সঙ্গে আলোচনা করছে৷
কীভাবে গাদ্দাফির শাসনের বিরুদ্ধে ত্রিপোলিতে বড় আকারে বিক্ষোভ গড়ে তোলা যায় সেটাই এসব বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছেন বেলহাজ৷
তিনি মনে করছেন, এভাবে যোগাযোগ করাটা নিরাপদ৷ কারণ না হলে, এতদিনে গাদ্দাফি সমর্থিত বাহিনীর সদস্যরা ঐ নেটওয়ার্কের লোকদের ধরে নিয়ে যেতে পারত বলে বেলহাজের ধারণা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ