1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিপোলি ছাড়ার কথা ভাবছেন গাদ্দাফি!

২৪ জুন ২০১১

লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফি ত্রিপোলি ছেড়ে যাওয়ার কথা ‘গুরুত্ব সহকারে ভাবছেন’, বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল৷

https://p.dw.com/p/11iX4
In this image taken from video on Sunday, June 12, 2011, provided by FIDE President Kirsan Ilyumzhinov's press service, Libyan leader Moammar Gadhafi, next to visiting president of the World Chess Federation Kirsan Ilyumzhinov, not in photo, before a game of chess in Tripoli, the capital of Libya. As the world awaits Moammar Gadhafi's next move, the Libyan leader has been playing chess with the visiting Russian head of the World Chess Federation. The federation is headed by the eccentric Kirsan Ilyumzhinov, who until last year was the leader of Russia's predominantly Buddhist republic of Kalmykia. He once claimed to have visited an alien spaceship. (Foto:FIDE Press service/AP/dapd) EDITORIAL USE ONLY
লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফিছবি: AP

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে পত্রিকাটি এ খবর দিয়েছে৷ তিনি বলছেন ত্রিপোলিতে বাস করাটা আর নিরাপদ মনে করছেন না গাদ্দাফি‍৷ মার্কিন গোয়েন্দাদের কাছে এমন খবর রয়েছে বলে মন্তব্য ঐ উপদেষ্টার৷

তবে অন্য মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, তাঁদের মনে হয়না গাদ্দাফি এত তাড়াতাড়ি ত্রিপোলি ছেড়ে যাবেন৷ এবং তাঁরা বিশ্বাস করেন না যে, গাদ্দাফি দেশ ছেড়ে পালাবেন৷

এদিকে বিবিসি বলছে বিদ্রোহীরা ত্রিপোলির একটি আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে আলোচনা করছে যারা গাদ্দাফি বিরোধী বলে পরিচিত৷ এই নেটওয়ার্কে একশোরও বেশি লোক রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন বিদ্রোহীদের গঠিত ‘ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল' বা এনটিসির এক সদস্য আলামিন বেলহাজ৷

তিনি বলছেন, কাউন্সিলের পাঁচ সদস্য প্রতি রাতে এক ঘন্টা করে স্কাইপ ও স্যাটেলাইট ফোনে ত্রিপোলির ঐ নেটওয়ার্কের সঙ্গে আলোচনা করছে৷

কীভাবে গাদ্দাফির শাসনের বিরুদ্ধে ত্রিপোলিতে বড় আকারে বিক্ষোভ গড়ে তোলা যায় সেটাই এসব বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছেন বেলহাজ৷

তিনি মনে করছেন, এভাবে যোগাযোগ করাটা নিরাপদ৷ কারণ না হলে, এতদিনে গাদ্দাফি সমর্থিত বাহিনীর সদস্যরা ঐ নেটওয়ার্কের লোকদের ধরে নিয়ে যেতে পারত বলে বেলহাজের ধারণা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ