1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: দক্ষিণ সুদান

৭ জানুয়ারি ২০১৪

তিন সপ্তাহ ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে দক্ষিণ সুদানে৷ যু্দ্ধাবসানের জন্য শান্তি আলোচনা শুরু হলেও তাতে এখনো কোনো অগ্রগতি হয়নি৷ এ অবস্থায় যুদ্ধ থামিয়ে শান্তি আলোচনা চালানোর আহ্বান জানিয়েছে চীন৷

https://p.dw.com/p/1AmCh
Südsudan Kämpfe Flüchtlinge in Juba
ছবি: picture-alliance/AA

দক্ষিণ সুদানের তেল শিল্পের সবচেয়ে বড় বিনিয়োগকারী চীন৷ তাই বিশ্বের নবীনতম দেশটির পরিস্থিতি নিয়ে বেইজিং ভীষণভাবে উদ্বিগ্ন৷ এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে সরকার এবং বিদ্রোহীদের মধ্যে চলমান এই যুদ্ধে৷ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দক্ষিণ সুদানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তাঁর দেশ চায় ইথিওপিয়ায় যে শান্তি আলোচনা শুরু হয়েছে তা চলতে থাকা অবস্থায় যুদ্ধ বন্ধ থাকুক৷

বৃহস্পতিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শুরু হওয়া শান্তি আলোচনায় দক্ষিণ সুদান সরকার এবং বিদ্রোহীদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷ ইথিওপিয়ার একটি প্রতিনিধি দল জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী দু'পক্ষের আলোচকদের সঙ্গেই দেখা করেছেন৷

Südsudan Sudan Omar al-Bashir bei Salva Kiir in Juba
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কীর (ডানে)-এর সঙ্গে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরছবি: Reuters

দক্ষিণ সুদানের ভবিষ্যৎ নিয়ে সে দেশের আর্চ বিশপ ড্যানিয়েল ডেং বুল-ও উদ্বিগ্ন৷ ‘‘আমাদের মানুষগুলো কেন যুদ্ধ করে মরছে?'' – এই প্রশ্ন রেখে তিনি বলেছেন, এ যু্দ্ধ দক্ষিণ সুদানের ভবিষ্যতকে অন্ধকার করবে, সুতরাং অবিলম্বে যুদ্ধ থামানো উচিত৷

তিন সপ্তাহ আগে দক্ষিণ সুদানের রাজধানী যুবায় সামরিক বাহিনীর দুটি অংশের মধ্যে ভয়ংকর সংঘর্ষ শুরু হয়৷ সংঘর্ষে অন্তত ১০০০ মানুষ নিহত হয়েছে৷ প্রেসিডেন্ট সালভা কীর সংঘর্ষের জন্য সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাশার এবং তাঁর অনুগতদের দায়ী করেছেন৷ প্রেসিডেন্টের দাবি, রিক মাশার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করতে চাইছেন৷

গত জুলাই মাসে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে মাশারকে অব্যাহতি দেয়া হয়৷ তারপর থেকে তিনি প্রেসিডেন্ট সালভা কীরের সবচেয়ে বড় প্রতিপক্ষ৷ তবে অভ্যুত্থান চেষ্টা এবং সংঘর্ষে তাঁর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মাশার৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য