দাভোস সম্মেলনের এক ঝলক
শেষ হলো সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন৷ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতা ও ব্যবসায়ীরা৷ তুলে ধরেছেন পরিকল্পনা৷ তারই এক ঝলক ছবিতে...
আপোশের ডাক ম্যার্কেলের
দাভোস সম্মেলনে বৈশ্বিক আপোশের ডাক দিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক ভাগাভাগি বা বাদানুবাদের বিষয়ে পশ্চিমকে আপোশকামী হওয়ার আহ্বান জানান৷
ট্রাম্প নেই
অচলাবস্থা চলার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হননি৷ প্রতিনিধি পাঠানোর কথা থাকলেও পরে তা-ও পাঠাননি৷ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
উপস্থাপক প্রিন্স উইলিয়াম
ব্রেক্সিট সংকটের কারণে টেরেসা মে-ও অংশ নেননি দাভোস সম্মেলনে৷ তবে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপুত্র ডিউক অব ক্যাম্ব্রিজ প্রিন্স উইলিয়াম৷ তিনি তিনটি সেশন সঞ্চালনাও করেন৷
প্রতিবাদ অব্যাহত
বরাবরের মতো দাভোস সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষুব্ধ জনতার উপস্থিতি ছিল৷ তাঁরা বৈশ্বিক মন্দা, সন্ত্রাসবাদ, জলবায়ুসহ নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ চার দিনের এই সম্মেলনের বাইরে বরফের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেক সংগঠনের কর্মীরা৷
কর্মী নিয়োগের সিক্রেট
দাভোস সম্মেলনে কর্মী নিয়োগের গোপন সূত্র প্রসঙ্গে বললেন সফল বাণিজ্যিক প্রতিষ্ঠান আলীবাবার প্রধান জ্যাক মা৷ তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে যাঁরা শীর্ষ কর্মকর্তা হওয়ার যোগ্যতা রাখেন, এমন কর্মীই নিয়োগ দেন তিনি৷ এটি তাঁর ব্যবসায়িক কৌশল৷
আইএমএফ-এর সতর্কবার্তা
এবারের দাভোস বিশ্ব অর্থনৈতিক সম্মেলন শুরুই হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সতর্কবার্তা দিয়ে৷ ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ও ‘নো ব্রেক্সিট ডিল’কে বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে আইএমএফ৷ এমনকি বিশ্বের সব দেশে চলমান অস্থিরতাও উল্লেখিত হয় আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডের বক্তব্যে৷
আলোচিত বিল গেটস
দাভোস সম্মেলনের আগে দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে আলোচনায় উঠে আসেন মাইক্রোসফটের বিল গেটস, অ্যামাজনের জেফ বেজোস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক সাকারবার্গ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের অর্ধেক গরিবের সম্পদের সমান সম্পদ আছে মাত্র ২৬ জন ধনীর হাতে৷ তবে নিজের সম্পত্তি নিয়ে নয়, বিশ্বের পরিবেশ ও জলবায়ু নিয়ে কথা বলেন বিল গেটস৷