দুতার্তেকে ভয় পান না বেলত্রান
২২ মে ২০২০ঐ আইনে গত ১৯ এপ্রিল মারিয়া ভিক্টোরিয়া বেলত্রানকে আটক করা হয়েছিল৷ তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী৷ ২০২০ সালের ‘ডিডাব্লিউ ফ্রিডম অফ স্পিচ' অ্যওয়ার্ডও পেয়েছেন তিনি৷ ৩ মে এই সম্মাননা দেয়া হয়৷
কোনো ওয়ারেন্ট ছাড়াই বেলত্রানকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল৷ ২১ এপ্রিল তাঁকে ছেড়ে দেয়া হয়৷ তার আগে তাকে ৮০০ ডলার দিতে বাধ্য করা হয়৷
বেলত্রান থাকেন সেবু শহরে৷ আটকের আগে ঐ শহরের মেয়র তাকে গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন৷ কারণ, এক ফেসবুক পোস্টে বেলত্রান সেবু শহরকে ‘পুরো সৌরজগতের মধ্য়ে’ করোনা মহামারির এপিসেন্টার হিসেবে উল্লেখ করেছিলেন৷
সেবু শহরের কাছের একটি পুরো গ্রাম ‘সম্ভাব্য সংক্রমিত' বলে গতমাসে জানিয়েছিল স্থানীয় গণমাধ্যম৷
ফিলিপাইন্সে এখন পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষের মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে৷ মারা গেছেন প্রায় সাড়ে আটশ’ জন৷
করোনা নিয়ে ‘মিথ্যা তথ্য' ছড়ানো বন্ধ করতে সম্প্রতি একটি আইন করেছে দুতার্তে সরকার৷ এতে সামাজিক মাধ্যমসহ অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালাতে নিরাপত্তা বাহিনীকে জরুরি ক্ষমতা দেয়া হয়েছে৷
বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এই আইনের সমালোচনা করেছে৷ এটি বাকস্বাধীনতার বিরুদ্ধে অভিযান বলে মনে করছে তারা৷ তবে দুতার্তের একজন মুখপাত্র বলছেন, ‘‘বাকস্বাধীনতার একটা সীমা আছে৷''
মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, বেলত্রানের গ্রেপ্তার করোনা সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা লুকাতে ক্ষমতার অপব্যবহারের আরেকটি উদাহরণ৷ এর মাধ্যমে সরকারের সমালোচকদের ভয় দেখানো হয়েছে বলে মনে করছে তারা৷
বেলত্রান ডয়চে ভেলেকে জানান, ২০১৬ সালে দুতার্তে ক্ষমতায় আসার আগে তিনি রাজনীতি নিয়ে ভাবতেন না৷ দুতার্তের কথা বলার ভঙ্গি দেখে তিনি প্রথম আতঙ্কিত হয়ে ওঠেন৷ এরপর মাদকবিরোধী অভিযানে দুতার্তের ‘নিষ্ঠুরতা’ তাকে ক্ষুব্ধ করে তোলে বলে জানান বেলত্রান৷
এরপর থেকে তিনি সামাজিক মাধ্যমে সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিয়ে আসছেন৷ বেলত্রানের মালিকানাধীন রেস্টুরেন্টের উপর গোয়েন্দারা নিয়মিত নজর রাখছে৷
বেলত্রান অবশ্য এতে দমে যাননি৷ ছাড়া পাওয়ার পর থেকে তিনি প্রতিদিন ফেসবুকে ‘জোক অফ দ্য ডে' নামে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছেন৷
আনা পি. সান্তোস, ম্যানিলা/জেডএইচ
দেখুন গত বছরের মে মাসের ছবিঘর...