পদ্মা সেতু প্রকল্প
১ ডিসেম্বর ২০১২বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সফরকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা৷
পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণ করতে লুই গাব্রিয়েল ওকাম্পোর নেতৃত্বাধীন বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দলের শনিবার ঢাকায় আসার কথা৷ আগামীকাল রবিবার দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে প্রতিনিধি দলটি৷ বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা প্রতিনিধি দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন৷ তারা চার দিন ঢাকায় অবস্থান করে পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন৷
তাদের প্রতিবেদনের ওপর পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি নির্ভর করছে৷ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে গত অক্টোবরে তারা প্রথমবারের মত ঢাকা সফর করেন৷ সে সময় তারা দুদককে তদন্তের ব্যাপারে বেশ কিছু গাইডলাইনও দেন৷ গত ২৭শে নভেম্বর দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রকল্পে কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের' তথ্য পাওয়ার কথা জানান৷
দুদক চেয়ারম্যান তখন বলেছিলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের দ্বিতীয় সফরে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে৷ তাদের দ্বিতীয় সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা৷ ব্র্যাক বিজনেস স্কুলের পরিচালক মামুন রশীদ বলেন, বিশ্বব্যাংক বরাবরই বলেছে তারা দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে৷ তাই তাদেরকে আশ্বস্ত করতে হবে এই প্রকল্পে আর কোন দুর্নীতি হবে না৷
আর জাতিসংঘের সাবেক কর্মকর্তা এম রহমতউল্লাহ ও যোগাযোগ গবেষক এম রহমতউল্লাহ মনে করেন, ইতিবাচক সম্ভাবনা আছে বলেই বিশ্বব্যাংকের প্রতিনিধি দলটি দ্বিতীয় বারের মত ঢাকায় আসছে৷ যদি তাদের সিদ্ধান্ত নেতিবাচক হত তাহলে তারা আর এখানে আসত না৷
প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক৷ পরে ‘শর্তসাপেক্ষে' এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি৷ এরপরই তারা তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে৷