1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোষ না করেও বছরে খরচ ১৬ হাজার কোটি টাকা

১০ ডিসেম্বর ২০২১

জলবায়ু পরিবর্তনের জন্য মূলত দায়ী বিশ্বের শিল্পোন্নত দেশগুলো৷ কিন্তু তার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গরিব মানুষেরা৷

https://p.dw.com/p/445GA
Bagladesch | Klimawandel
ফাইল ছবি৷ ছবি: Mahmud Hossain Opu/AP/picture alliance

এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের গ্রামাঞ্চলের পরিবারগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে কিংবা প্রভাব থেকে রক্ষা পেতে যে অর্থ ব্যয় করে তার পরিমাণ বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকা৷ এই অর্থ বাংলাদেশ সরকারের জাতীয় জলবায়ু তহবিলের দ্বিগুন৷ আর আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে বাংলাদেশ যা পায় তার ১২ গুন৷

জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ব্রিটেনের কিংসটন বিশ্ববিদ্যালয় ও লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বা আইআইইডির গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে৷

ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ মামুনুর রশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার জন্য পরিবারগুলো অর্থ খরচ করতে বাধ্য হওয়ায় তাদের পক্ষে জীবনযাত্রার মান উন্নয়নে অর্থ ব্যয় করা সম্ভব হয় না৷ অথচ তারা যে অর্থ ব্যয় করেন সেটা বিশ্বের ‘জলবায়ু অর্থায়ন' তালিকায় যোগ হয় না৷ এই গরিব লোকদের তিনি ‘অর্থের সবচেয়ে নিরব জোগানদাতা' বলে আখ্যায়িত করেছেন৷

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৩২০টি পরিবারের উপর জরিপ চালিয়ে লন্ডনের আইআইইডি সংস্থা দেখেছে, বন্যা থেকে রক্ষা পেতে প্রায় এক তৃতীয়াংশ পরিবার নিজেদের টাকা দিয়ে তাদের বাড়ি একটু উঁচু করেছে৷ বাকিরা গবাদিপশুর নিরাপত্তা কিংবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে টাকা খরচ করেছে৷

এছাড়া জরিপে দেখা গেছে, পুরুষদের চেয়ে নারীরা পরিবার ও সম্পদ রক্ষার চেষ্টা বেশি করেন৷ সে কারণে পুরুষপ্রধান বাড়ির চেয়ে নারীপ্রধান বাড়িতে আয়ের একটা বড় অংশ ঐ খাতে খরচ হয়ে যায়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য