1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপায়ীদের যক্ষ্মার আশঙ্কা অধূমপায়ীদের দ্বি-গুণ

৩ নভেম্বর ২০০৯

তাইওয়ানে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে যে, যাঁরা কখনও ধূমপান করেন নি তাঁদের তুলনায় ধূমপায়ীদের যক্ষ্মা রোগে সক্রিয়ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বি-গুণ বেশি৷

https://p.dw.com/p/KMWh
ফাইল ফটোছবি: AP

তাইওয়ানে প্রায় আঠারো হাজার মানুষের মাঝে তিন বছরেরও বেশি সময় ধরে এই সমীক্ষা চালানো হয়৷ এই তথ্যটি জানান মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন এর ব্রিগহ্যাম ও মহিলাদের হাসপাতালের পোস্ট ডক্টরেট গবেষণা ফেলো হিসিয়েন-হো লিন৷

বিশ্বে তিনজন মানুষের মধ্যে একজন যক্ষ্মায় সংক্রমিত হন৷ কিন্তু এঁদের নব্বই শতাংশই হন অদৃশ্যভাবে সংক্রমিত৷ বাকি দশ শতাংশ সক্রিয়ভাবে আক্রান্ত হন এবং তাঁরা তাঁদের জীবনের কোন এক সময় অসুস্থ হয়ে পড়েন তাঁদের দুর্বল ইমিউন সিস্টেমের কারণে৷ উদাহরণ হিসেবে বলা যায়, যাঁরা এইচআইভি-এইডস এ সংক্রমিত৷

তাইওয়ানে যে সতেরো হাজার ছয়শ নিরানব্বই জন মানুষের ওপর সমীক্ষা চালানো হয়, তাঁদের মধ্যে তিন হাজার আটশ তিরানব্বই জন সমীক্ষাটি চালানো পর্যন্ত ধূমপান করতেন, পাঁচশ বায়ান্ন জন এর আগে পর্যন্ত এবং তেরো হাজার দুশ চুয়ান্ন জন জীবনে কখনও ধূমপান করেন নি৷ তিন বছর ধরে পরিচালিত সমীক্ষার শেষে দেখা যায় যে, সাতান্ন জন নতুন করে সক্রিয় যক্ষ্মায় আক্রান্ত হন৷

সেক্স, বয়স, বেশি সদস্যের পরিবারে বাস, বাড়িতে বসবাসকারীদের উপার্জন, বৈবাহিক মর্যাদা, এ্যালকোহল পান এবং চাকরী- এই বিষয়গুলো বিবেচনার পর গবেষকরা দেখেছেন যে, যাঁরা বর্তমানে ধূমপান করছেন তাঁদের মধ্যেই ঝুঁকি বেশি সক্রিয় যক্ষ্মায় আক্রান্ত হওয়ার৷ গবেষকরা বলেছেন, পর্যালোচনা অনুযায়ী, সতেরো শতাংশ মানুষ টিবিতে আক্রান্ত হন ধূমপানের কারণে৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধূমপায়ীরা ফুঁসফুঁসে টিবিতে আক্রান্ত হওয়ার ভাইরাস ও ব্যাক্টেরিয়ার প্রতিরোধক ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন৷ তাঁদের মতে, যক্ষ্মার বিরুদ্ধে লড়াই এ ধূমপান বিরোধী অভিযান চালাতে হবে৷ বিশ্বে যক্ষ্মা এখনো হল মৃত্যুর অন্যতম প্রধান কারণ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও এর লক্ষ্য হল দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে প্রতি বছর টিবিতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতি দশ লাখে একটিতে নামিয়ে আনা৷

হংকং বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের ক্লিনিকাল এ্যাসিসটেন্ট প্রফেসার ডেনিস ইপ বলেছেন, তাইওয়ানের সমীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কিন্তু চীনের মত আমাদেরও রয়েছে একই সমস্যা-যেখানে খুব কম বয়সেই তরুণরা সিগারেট ধরে৷ তাদের বয়স যখন চল্লিশ তখন তারা পঁচিশ বছর ধূমপান করে ফেলেছে৷ উল্লেখ্য যে, সমীক্ষাটির সাথে ইপ জড়িত ছিলেন না৷

প্রতিবেদক: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক