ফিফার নতুন সেরা লেভানডোস্কি
১৮ ডিসেম্বর ২০২০বিজ্ঞাপন
বৃহস্পতিবার জুরিখে এই পুরস্কার দেয়া হয়। ২০১৮ সালে ক্রোয়েশিয়া ও রেয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের পরদ্বিতীয় ফুটবলার হিসেবে পোলিশ তারকা লেভানডোস্কি মেসি-রোনালদোর প্রায় এক যুগের প্রতিদ্বন্দ্বিতায় ভাগ বসালেন।
এর আগে গত অক্টোবরে ইউরোপের সেরা ফুটবলারও নির্বাচিত হন ৩২ বছর বয়সি লেভানডোস্কি। চলতি মৌসুমেও তার দুর্দান্ত পারফর্ম্যান্স বহাল আছে। এখন পর্যন্ত ১৭ ম্যাচে গোল করেছেন ১৮টি।
এদিকে, ফিফার বর্ষসেরা তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোনালদো। তার পরের অবস্থান মেসির।
নিজের সেরা তিন ফুটবলার বাছাইয়ে রোনালদো মেসিকে ভোট দিলেও মেসি তার একটি ভোটও রোনালদোকে দেননি।
মেসি ছাড়াও লেভানডোস্কি ও এমবাপেকে ভোট দিয়েছেন রোনালদো। আর মেসির তালিকা ছিল এরকম- নেইমার, এমবাপে ও লেভানডোস্কি।
অন্যান্য পুরস্কার:
- বর্ষসেরা নারী ফুটবলার ইংল্যান্ড ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ
- সেরা কোচ লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ
- সেরা নারী কোচ নেদারল্যান্ডস জাতীয় দলের সারিনা ভিগমান
- সেরা পুরুষ গোলরক্ষক জার্মানি ও বায়ানের মানুয়েল নয়ার
- সেরা গোল ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে করা টটেনহামের দক্ষিণ কোরীয় স্ট্রাইকার সনের গোল
জেডএইচ/এসিবি (এএফপি)