1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষে আতঙ্ক সৃষ্টি করতেই ‘চিরকুট’

১৩ এপ্রিল ২০২৩

মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে চারুকলায় যে চিরকুট পাঠানো হয়েছে তাতে নাশকতার কোনো আশংকা নেই৷

https://p.dw.com/p/4PztN
বর্ষবরণের অনুষ্ঠানস্থলে গোয়েন্দা নজরদারি বজায় রয়েছে
বর্ষবরণের অনুষ্ঠানস্থলে গোয়েন্দা নজরদারি বজায় রয়েছেছবি: DW/M. Mamun

বাংলা বর্ষবরণের আগে আতঙ্ক সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশিদ হোসেন৷

এটিকে জঙ্গি বা কোনও রাজনৈতিক হুমকিও মনে করছে না র‍্যাব৷ রাজধানীর রমনা বটমূলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন৷ বর্ষবরণের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থাপরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক বলেন, গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, সিভিল টিম রয়েছে, তাই এটা নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই৷ যেকোনও এক ব্যক্তি প্যানিক তৈরি করতে চারুকলায় এক শিক্ষার্থীকে এই চিরকুট পাঠিয়েছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, এর সঙ্গে রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা নেই৷

মহাপরিচালক দাবি করেন, সাইবার মনিটরিংসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনও ধরনের জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি৷ জঙ্গিদের যেকোনও ধরনের নাশকতা পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুতি আছে৷ যেকোনও ধরনের গুজব, মিথ্যা তথ্য প্রতিরোধে সাইবার টিম সক্রিয় রয়েছে৷

তিনি বলেন, র‍্যাবের পক্ষ থেকে পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে৷ বাড়ানো হয়েছে দেশব্যাপী গোয়েন্দা নজরদারিও৷ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হবে৷ 

অনুষ্ঠান চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তার জন্য র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, মোটরসাইকেল পেট্রল, ফুট পেট্রল, রোড পেট্রলিং, হেভি গান স্ক্যানারসহ সিসিটিভি মনিটরিং রয়েছে৷ ০১৭৭৭৭২০০২৯ এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করা হবে৷ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি৷ জানান, প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের কমান্ডো টিম৷ 

নববর্ষ উপলক্ষে অনুষ্ঠানস্থলে আসা নারীদের উত্যক্ত, ইভটিজিং, যৌন হয়রানিরোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ কেউ কোনও ধরনের হেনস্থার শিকার হলে সংশ্লিষ্ট সদস্যদের জানানোর আহ্বান জানান তিনি৷

এদিকে বর্ষবরণ পালন শেষে বিকেল ৪টায় রমনা পার্ক ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক৷ রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি বলেন, ‘‘আমরা সবাইকে তল্লাশি করব৷ তাই বাড়তি কোনো কিছু নিয়ে না আসার জন্য অনুরোধ জানাব৷ লোক সমাগম বেশি হলে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করব৷ ইতোমধ্যে ম্যাপ প্রকাশ করা হয়েছে৷ বিকেল ৪টার পরে দর্শনার্থীদের আর প্রবেশাধিকার দেওয়া হবে না৷'' 

জেকে/ এপিবি (বাংলা ট্রিবিউন, ডেইলি স্টার)