বাংলাদেশে নৌ বা সড়ক পথে দুর্ঘটনার বড় একটি কারণ যে অসচেতনতা তা পঞ্চগড়ে নৌকাডুবি আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে৷ যাত্রীরা নিজেরাও জানতেন মৃত্যু ঝুঁকি আছে তারপরও তারা নিবৃত্ত হননি৷ তাদের বারণ করলেও তারা শোনেননি৷