নৌকা আর ধানের শীষে আস্থা
নিজের দলের চাইতে বাংলাদেশে বহু রাজনীতিকরই আস্থা বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিতে৷ তাই বড় দুই দলের প্রতীক নিয়ে নির্বাচনে যেতে চান এসব দলের নেতারা৷ একাদশ জাতীয় নির্বাচনে প্রতীকের কারবার দেখুন ছবিঘরে৷
৩৯-এ ২০
নির্বাচন কমিশনে নিবন্ধিত মোট ৩৯টি রাজনৈতিক দল৷ এর মধ্যে ২০টির সম্পর্ক আওয়ামী লীগ বা বিএনপির জোটে৷ এদের অনেকেই দল দু’টির প্রতীকে নির্বাচন করতে চায়৷ কেউ কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজের প্রতীকেই নির্বাচন করতে চায়৷ আবার কোনো কোনো দলের নেতাদের একটি অংশ নিজের দলের প্রতীকে ও অন্য অংশ বড় দলের প্রতীকে নির্বাচন করতে চায়৷
নৌকায় যারা
১৫ নভেম্বর ছিল কে কোন প্রতীকে নির্বাচন করতে চায়, তা নিশ্চিত করার শেষ দিন৷ সেদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সই করা চিঠিতে মোট ১৫টি দলের নাম উল্লেখ করা হয়েছে৷ এর মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা আটটি৷
থাকছে ইনু-মেননের দল
হাসানুল হক ইনু বর্তমান আওয়ামী লীগের জোটের সরকারের মন্ত্রী৷ আগেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন৷ এবারও তাঁর দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নৌকায় নির্বাচন করবে৷ একই কথা প্রযোজ্য আরেক বামপন্থি নেতা রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টির ক্ষেত্রেও৷
আরো যারা
এছাড়া নৌকায় আরো যেসব দল নির্বাচন করবে তারা হলো, নজিবুল বশর মাইজভান্ডারির তরিকত ফেডারেশন, দীলিপ বড়ুয়ার সাম্যবাদী দল, আরশ আলীর গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ও আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপি৷
লাঙল ও কুলা
জাতীয় পার্টি নিজস্ব প্রতীক লাঙল নিয়ে নির্বাচনে করবে৷ বিকল্পধারা নিজস্ব প্রতীক কুলায় নির্বাচন করতে চায়৷ তবে তারা কিছু আসনে নৌকাও চায় বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে৷ তাদের নেতৃত্বে যুক্তফ্রন্টেরও মুক্তিজোট ও বিজেপি (মতিন) নামে দুটি নিবন্ধিত দল নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়৷ (ফাইল ছবি)
অনিবন্ধিত দলগুলো
আওয়ামী লীগের প্রতীকে যেসব অনিবন্ধিত দলের নেতা নির্বাচন করবেন সেগুলো হলো, গণ আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ জাসদ, কৃষক শ্রমিক পার্টি ও তৃণমূল বিএনপি৷
ধানের শীষে যারা
৩৯টি নিবন্ধিত দলের মধ্যে ১১টি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে বিএনপি নির্বাচন কমিশনকে জানিয়েছে৷ ১৫ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়৷
ঐক্যফ্রন্ট ধানের শীষে
ঐক্যফ্রন্ট জানিয়েছে যে, তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে৷ ঐক্যফ্রন্টের নিবন্ধিত দলগুলোর মধ্যে রয়েছে ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের দল জেএসডি ও কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক জনতা লীগ৷ অনিবন্ধিত দল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও অংশ নেবেন ধানের শীষ প্রতীক নিয়ে৷ সম্প্রতি জোটে যোগ দিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী, সাবেক আওয়ামী লীগ নেতা শাহ এমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া৷
বিশ দলীয় জোটও আছে
বিএনপির জোটের নিবন্ধিত দল এলডিপি, কল্যাণ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিশ, বিজেপি, জাগপা ও মুসলিম লীগ ধানের শীষে ভোট করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে৷ জামায়াতের নিবন্ধন না থাকায় তাদের নেতারাও তাকিয়ে আছে বিএনপির দিকে৷
দ্বি-দলীয় রাজনীতি
নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ প্রায় অর্ধেক নিজের প্রতীকে অংশ নেবে নির্বাচনে৷ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক জাতীয় দৈনিককে বলেছেন, ‘‘দ্বিদলীয় ব্যবস্থা গড়ে ওঠার পেছনে অন্যতম একটি কারণ বাম দলগুলোর ব্যর্থতা৷ এছাড়া দুর্বৃত্ত ও কালো টাকার মালিকরা নির্বাচনে আসে দুই দলের হয়ে৷ তারাই জয়ী হয়৷ এখানে নীতি-আদর্শ বলে কিছু নেই৷’’