পরিবেশ সম্মেলনে অভিনব প্রতিবাদ
স্কটল্যান্ডে চলা কপ ২৬ সম্মেলনকে কেন্দ্র করে সেখানে সমবেত জনতার সমালোচনা দেখা যাচ্ছে৷ ছবিঘরে দেখুন এই সম্মেলনকে ঘিরে অভিনব প্রতিবাদের ছবি...
মাথার চুল ছেঁড়া
জো বাইডেন ও বরিস জনসনের মতো বিশ্বনেতাদের আদলে সেজে পরিবেশকর্মীরা গ্লাসগোর পথে নামেন৷ পরিবেশকর্মীদের আশঙ্কা, কপ২৬ সম্মেলনে প্রস্তাবিত বৈশ্বিক উষ্ণায়নের উর্ধ্বসীমা এক দশমিক ৫ হলেও, তার বাস্তবায়নে সফল হবে না বিশ্বের নেতৃত্ব৷ এবিষয়ে নিজেদের হতাশা প্রকাশে পরিবেশকর্মীদের দেখা যাচ্ছে মাথার চুল ছিঁড়তে৷
পরিবেশের জন্য একজোট
এই সম্মেলনে অংশ নেন বিশ্বের ২০০টি রাষ্ট্রের ও সংগঠনের নেতৃত্ব৷ এদের ওপর চাপ দিতে গ্লাসগোর পথে নামেন হাজার হাজার প্রকৃতিপ্রেমী৷ ছবিতে দেখা যাচ্ছে গ্লাসগোর একটি রাস্তার ছবি, যেখানে নানা ধরনের ব্যানার, ফেস্টুন হাতে দেখা যাচ্ছে প্রতিবাদীদের৷
জ্বলছে পৃথিবী
ছবিতে দেখা যাচ্ছে জ্বলন্ত পৃথিবীর একটি প্রতীক, যা পরিবেশকর্মীরা গ্লাসগোর রাস্তায় সাজিয়েছেন৷ জ্বলন্ত পৃথিবীকে চারদিক থেকে ঘিরে রেখেছেন বিশ্বের তাবড় নেতৃবৃন্দ৷ কিন্তু যত দ্রুত এই আগুন নেভাতে যাওয়া উচিত, ততটা তৎপর নয় বিশ্ব নেতৃত্ব৷ এটাই বোঝাচ্ছে ওপরের দৃশ্য, যা তৈরি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন অক্সফামের কর্মীরা৷
লালরঙা প্রতিবাদ
এক্সটিংশন রেবেলিয়ন নামের একটি গোষ্ঠী বিশ্বজুড়ে অহিংস পন্থায় পরিবেশ বিষয়ে সচেতনতা ছড়ানোর কাজ করে থাকে৷ তাদের স্ট্রিট পারফর্মান্স দল ‘রেড লেবেল ব্রিগেড’ কপ২৬ চলাকালীন রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেয়৷ তাদের গায়ের লাল পোশাক ‘বিশ্বের সকল মানুষের রক্তের রঙের’ প্রতীক৷
‘শুধু মিছে কথা, ছলনা’
গ্রেটা থুনবের্গের মতো ‘ফ্রেন্ডস অফ দ্য আর্থ’ সংস্থার কর্মীরা মনে করেন যে বিশ্বের নেতারা শুধুই মিথ্যা আশ্বাস দিতে থাকেন৷ তাদের দাবি, উত্তর সাগরে তেল ও গ্যাসের খোঁজ অবিলম্বে বন্ধ করা হোক৷ আর আশ্বাস নয়, এবারে কাজ দেখতে চান তারা৷
প্রতিবাদে পিকাচু
বিখ্যাত জাপানি কার্টুন চরিত্র পিকাচুর মতো সেজে প্রতিবাদীরা কয়লা শিল্পের পেছনে থাকা জাপানি সরকারের সমালোচনা করেন৷
মাৎস্যন্যায়ের মতো...
ওশান রেবেলিয়ন সংস্থার কর্মীরা চান আরো বিশ্বের মৎস্য চাষের বাজার আরো পরিবেশবান্ধব হোক, কমুক এই খাতে বাড়ন্ত দুর্নীতি৷ এই দাবিতে তারা মাছের মতো সেজে পথে নামেন৷
পৃথিবী বদলাবে যারা
প্রোজেক্টিং চেইঞ্জ প্রকল্পের সাথে জড়িত রয়েছেন নামীদামী শিল্পী, অ্যাক্টিভিস্ট ও লেখকেরা৷ ফরাসি শিল্পী জেআর এভাবেই সাজিয়ে তুলেছেন তার প্রতিবাদ, যেখানে স্থান পেয়েছে এই প্রকল্পের সাথে জড়িত থাকা শিল্পীদের ছবি৷
আগে পৃথিবী, পরে মুনাফা
গ্লাসগোতে প্রতিবাদী জনতার সব অংশ সব বিষয়ে একমত না হলেও একটা বিষয়ে তাদের মধ্যে কোনো দ্বিমত নেই৷ সব গোষ্ঠীই চান নেতাদের আরো বেশি করে দায়িত্বগ্রহণ৷ কার্যকরী নীতি প্রণয়ণ করে বিশ্বনেতৃত্ব বোঝাক আসলেই তাদের কাছে বাজারের তুলনায় কতটা গুরুত্বপূর্ণ পৃথিবী ও তার পরিবেশ, এমনটাই আশা এই অভিনব প্রতিবাদীদের৷