1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি

২৩ মে ২০১৯

নির্বাচন মিটে গেলেও পশ্চিমবঙ্গে হিংসায় বিরাম নেই৷ বিভিন্ন স্থানে শাসক ও বিরোধী পক্ষের সংঘর্ষ হচ্ছে৷ গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া৷ পরিস্থিতি মোকাবিলায় ফল প্রকাশের পরও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী৷

https://p.dw.com/p/3IwUj
ছবি: DW/P. Samanta

লোকসভা নির্বাচনের সাত দফাতেই হিংসার ছবি দেখা গিয়েছে বাংলায়৷ খুন, মারধর, অগ্নি সংযোগ, লুটপাট, কিছুই বাদ যায়নি৷ নির্বাচন মিটে গেলেও ভোট ঘিরে উত্তেজনা কমেনি৷ মূলত শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে৷ বৃহস্পতিবার ফল প্রকাশের পর পরিস্থিতি আরো ঘোরালো হতে পারে৷ দুই দলের নেতৃত্বের তরফ থেকেই হিংসার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল৷ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে এক ভাষণে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়ার হঁশিয়ারি দিতে শোনা গেছে৷ অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার আইন হাতে তুলে নেওয়ার ডাক দিয়েছেন৷ এরই ফলশ্রুতিতে উত্তেজনা বহাল জেলায় জেলায়৷

হিংসার খতিয়ানে সব জায়গাকে ছাপিয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ার পরিস্থিতি৷ কলকাতার অদূরে এই এলাকা বরাবরই উত্তেজনাপ্রবণ৷ ১৯ মে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়৷ সেদিনই যথেচ্ছ বোমাবাজি হয় ভাটপাড়ার অধীন কাঁকিনাড়া এলাকায়৷ ভোট মিটে যাওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত সংঘর্ষের তীব্রতা এতটাই বেড়েছে যা অতীতের সব নজিরকে ছাপিয়ে যাচ্ছে৷ সোম ও মঙ্গলবার কাঁকিনাড়ায় ঘন্টার পর ঘন্টা রেল অবরোধ হয়েছে৷ তার থেকে বড় কথা ট্রেন লক্ষ্য করে বোমা ও পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা৷ ট্রেনের ভেতর বসে ভয়ে কাঁপতে থাকেন যাত্রীরা৷ একের পর এক বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয়েছে, লাগানো হয়েছে আগুন৷ এই ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর চলছে৷ নির্বাচনি ফলের গতিপ্রকৃতি অনুযায়ী এখানে উত্তেজনার পারদ আরও চড়তে পারে৷

এই রাজ্যে প্রশাসন গত সাত বছর ধরে গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে: বিকাশরঞ্জন ভট্টাচার্য

এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থমন্ত্রী পীযূষ গয়াল নির্বাচন কমিশনে দরবার করেন৷ তাঁদের দাবি, নির্বাচনি আচরণবিধি যতদিন কার্যকর থাকবে, ততদিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হোক৷ নির্বাচন কমিশন তাঁদের দাবি মেনে নিয়ে আপাতত ২৭ মে পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এমনকি মঙ্গলবার দিল্লীতে এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাটপাড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ এ বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘নির্বাচন পরবর্তী হিংসা ও মারামারি এ রাজ্যে হয়৷ ২০১৪ সালে ভোটের পর ৭ জন সংখ্যালঘু বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছিলেন৷ ভারতের অন্য কোনো রাজ্যে এমন নিদর্শন ছিল না৷ এখন রাজ্য পুলিশ যেহেতু আইন-শৃঙ্খলা নিয়ণ্ত্রণ করতে পারছে না, তাই কাঁকিনাড়ায় যে ঘটনা ঘটছে, তা নিয়ণ্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনীই দরকার৷’’  

আমাদের কর্মীরা তৃণমূলের হামলায় ঘরছাড়া: সায়ন্তন বসু

একই বক্তব্য যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের৷ ভোটের পরেও শাসকদলের হাতে আক্রান্ত বামকর্মীদের পাশে দাঁড়াচ্ছেন তিনি৷ বাড়ি ও হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নিচ্ছেন তিনি৷ বিকাশ ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই রাজ্যে প্রশাসন গত সাত বছর ধরে গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে৷ পয়সার লোভ দেখিয়ে মুখ্যমন্ত্রী নিজে গুন্ডাদের প্রশ্রয় দিচ্ছেন, তেমন আচরণ করছেন৷ আবার কেন্দ্রে ক্ষমতায় থাকায় বিজেপির পয়সা প্রচুর, বিজেপিও সেই কাজ করছে৷ ফলে গুন্ডামি ও পয়সার প্রতিযোগিতা চলছে৷ রাজ্যে পুলিশ যেহেতু স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে না, তাই সাময়িকভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখতে হয়৷ কিন্তু এভাবে তো সম্পূর্ণ রেহাই পাওয়া যায় না৷’’

আগামীতে হিংসায় নয়া মাত্রা যোগ হতে পারে বলেও আশঙ্কা বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ভোটের ফলের পর তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই বিরোধ বাড়বে৷ পঞ্চায়েত নির্বাচনে ১০০ জন খুন হয়েছিলেন৷ তার মধ্যে ৪১ জন তৃণমূলের৷ ৩৮ জনের পরিবার তৃণমূলের দিকে আঙুল তুলেছে৷ মুখ্যমন্ত্রী নিজে যেখানে বদলা নেওয়ার কথা বলছেন, সেখানে খুনোখুনি আরো বাড়বে৷ তাই এটা ঠেকাতেও কেন্দ্রীয় বাহিনী দরকার৷’’

দুর্ভাগ্যজনকভাবে রাজ্য পুলিশ রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পায়নি: সন্ধি মুখোপাধ্যায়

বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বক্তব্য, আধা সেনা রাজ্য থেকে সরিয়ে দিলে হিংসা আরো বাড়বে৷ সায়ন্তন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের কর্মীরা তৃণমূলের হামলায় ঘরছাড়া৷ রাজ্যের পুলিশ-প্রশাসন হাত গুটিয়ে বসে আছে৷ এই পরিস্থিতিতে ভারত সরকারের দায়িত্ব তার নাগরিককে রক্ষা করা৷ সেই জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ মানুষও প্রতিরোধ করছে৷ বাড়িতে ডাকাত পড়লে আগে তাকে রুখতে হবে৷ পরে পুলিশ ডাকতে হয়৷’’

গোড়া থেকেই বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷ ভোটের পরও কেন রাজ্যে আধাসেনা রাখা হবে, এ নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল৷ তাদের বক্তব্য, রাজ্য পুলিশই শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যথেষ্ট৷ কেন্দ্রীয় সরকার আধাসেনা পাঠিয়ে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করতে চাইছে৷ এই চাপানউতোর নিয়ে পুলিশ ও নিরাপত্তা বিশেষজ্ঞরা কী বলছেন? রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা সন্ধি মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘সুপ্রিম কোর্ট ২০১০ সালের গাইডলাইনে বলেছিল, রাজ্য পুলিশের কাজ-কর্মের পর্যালোচনা করবে স্টেট সিকিউরিটি কমিশন৷ মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, বিশিষ্ট ব্যক্তিগণ এর সদস্য হবেন৷ কিন্তু রাজ্য একে আইনি স্বীকৃতি দেয়নি৷ এর ফলে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য পুলিশ রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি পায়নি৷’’ যদিও তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের দাবি, ‘‘দেশের মধ্যে সবচেয়ে শান্তিতে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে৷ ছোটখাটো সংঘর্ষ ঘটে থাকে, বড় ঘটনা ঘটেনি৷ এটা নরেন্দ্র মোদীকে স্বীকার করতে হবে৷ ভাটপাড়ার হিংসার জন্য দায়ী অর্জুন সিং, তৃণমূল নয়৷’’

দেশের মধ্যে সবচেয়ে শান্তিতে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে: মালা রায়

এই বিতর্কের মধ্যে রাজনৈতিক উত্তাপ আঁচ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গণনার আগের দিন রাতেই সব রাজ্য সরকারকে সতর্ক করেছিল৷ রাজ্যকে পাঠানো বার্তায় কেন্দ্রীয় সরকার স্পষ্ট বলেছে, হিংসা ছড়িয়ে পড়তে পারে ফল ঘোষণার পর৷ তাই সতর্ক থাকতে হবে রাজ্য প্রশাসনকে৷

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য