1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে ডেঙ্গু কমার নেপথ্যে

২৪ জুন ২০২১

গত দেড় বছরে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে কমেছে৷ তাই কোভিড পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে উদ্বেগের কারণও বিশেষ ঘটছে না৷ অথচ বর্ষায় জল জমার যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি৷ তবে কী কারণে ডেঙ্গুর এমন পতন?

https://p.dw.com/p/3vUYI
পশ্চিমবঙ্গে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি
ছবি: Payel Samanta/DW

কোভিডের আগমনে রাজ্যের স্বাস্থ্য মানচিত্রের চেহারাটাই বদলে গিয়েছে যেন৷ কয়েক বছর আগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন বহু মানুষ৷ মৃত্যুর ঘটনাও ঘটেছিল৷ কিন্তু কোভিড আগমনের পর থেকে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা নগণ্য৷ পরীক্ষাকেন্দ্রগুলিতেও ডেঙ্গু নির্ণয়ের জন্য রক্তপরীক্ষার চাপ নেই৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্র থেকে স্বস্তিদায়ক তথ্য মিলেছে৷ ২০১৯ সালে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজারের বেশি৷ ২০২০ সালে এই সংখ্যা ছিল পাঁচ হাজারের কিছু বেশি৷ আর এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত আড়াইশোর কম৷ নিরক্ষীয় অঞ্চলে ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন৷ বছরের পর বছর ধরে এটাই ছবি৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সবচেয়ে ভয়ংকর মশাবাহিত ভাইরাস ডেঙ্গু৷ তবে শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে নিরক্ষীয় অঞ্চলে বর্ষা এলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে৷  

সচেতনতা বৃদ্ধি?

কোভিডের বাড়বাড়ন্তে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে৷ কয়েক বছর আগেও ছবিটা এমন ছিল না৷ কোভিডের কারণেই কি তা হলে ডেঙ্গুর দাপট কমল রাজ্যে? রাজ্য ডেঙ্গু টাস্ক ফোর্সের সদস্য ডাঃ জ্যোতির্ময় পাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘কোভিডকালে লকডাউন চলছে৷ অর্থনৈতিক কাজকর্ম, নির্মাণ থমকে গিয়েছে৷ রাস্তার ধারে যেসব কাজকর্ম হয়, সেগুলি কমে গিয়েছে৷ গণপরিবহণ বন্ধ রয়েছে৷ টায়ারে জল জমতে পারেনি৷ এলাকায় এলাকায় সচেতনতাও ছিল৷ তাই ডেঙ্গু কম হচ্ছে৷’’ সত্যিই কি মানুষ সচেতন হয়েছে? বাস্তব বলছে, রাস্তায় ডাবের খোলা, থার্মোকলের বাক্স ফেলে দেওয়া থেকে শুরু করে চৌবাচ্চায় জল জমিয়ে রাখার প্রবণতা বিন্দুমাত্র কমেনি৷ উল্টে করোনার সঙ্গে লড়তে গিয়ে পাড়ায় পাড়ায় মশা দমনের ধোঁয়া বা কীটনাশক ছড়ানোর কাজ ব্যাহত হয়েছে৷ ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরামের সদস্য ডাক্তার পুণ্যব্রত গুণ মনে করেন, "যে সব কারণে ডেঙ্গু কমতে পারে, সেসব দেখা যাচ্ছে বলে আমার জানা নেই৷ স্যানিটাইজেশনের কোনো উন্নতি হয়নি৷ হয়তো করোনা নিয়ে মাতামাতির কারণে ডেঙ্গুর রেকর্ড ঠিকঠাক রাখা হয়নি৷” ভাইরোলজিস্ট ডাঃ অমিতাভ নন্দী ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত বছর থেকে দেখা যাচ্ছে, মশার জ্বালায় থাকা যাচ্ছে না, কিন্তু অসুখগুলো নেই৷ সচেতনতা যদি হত, তাহলে মশা এত থাকত না৷ সরকারের তরফ থেকে মশাবাহিত রোগ নির্মূলের পদক্ষেপও নেওয়া হয়নি৷’’

বৈজ্ঞানিক ব্যাখ্যা কী?

কোভিডের জেরে বিধিনিষেধ বা রেকর্ডে গরমিল, এর আড়ালে থেকে যাচ্ছে ডেঙ্গু-পতনের বৈজ্ঞানিক কারণ৷ এক্ষেত্রে ডাঃ অমিতাভ নন্দী অনুমান করেছেন, রোগ দমনে ন্যাচারাল ইমিউনিটি ও ক্রস ইমিউনিটির প্রভাব আছে৷ তিনি বলেন, ‘‘হতে পারে প্রাকৃতিক নিয়মেই মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে৷ দু এক বছর পর আবার প্রতিরোধ কমে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে৷ যেমন, কালাজ্বর এ দেশে ২০-২৫ বছর পরপর আসে৷’’

হতে পারে প্রাকৃতিক নিয়মেই মানুষের শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে: ডাঃ অমিতাভ নন্দীo

এর পাশাপাশি তিনি বলেন, ‘‘কোভিড ভাইরাসের শারীরিক গঠনের সঙ্গে অনান্য ভাইরাসের কিছুটা হলেও সাদৃশ্য থাকা অসম্ভব নয়৷ সেই কারণে কোভিডের প্রতি ইমিউনিটি তৈরি করার পাশাপাশি কোভিড সংক্রমিত মানুষগুলির মধ্যে অনান্য ভাইরাসের বিরুদ্ধে কিছুটা হলেও ইমিউনিটি তৈরি হয়ে থাকতে পারে৷ এটাকে ক্রস ইমিউনিটি বলা হয়৷ অর্থাৎ এ জন্য ডেঙ্গু ও কোভিড ভাইরাসের মধ্যে অ্যান্টিজেনিক সাদৃশ্য থাকতে পারে৷ কোভিড এত বেশি মানুষের মধ্যে হয়েছে যে তাদের মধ্যে একটা ডেঙ্গু প্রতিরোধের ইমিউনিটি গড়ে উঠেছে৷’’

তবু প্রশ্ন একাধিক

অনেক বিশেষজ্ঞ মনে করেন, ডেঙ্গুর পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কি না সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে৷ চিকিৎসকদের একাংশের মতে, অনেক রোগী একইসঙ্গে কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন৷ কিন্তু এদের মৃত্যুর কারণ হিসেবে কোভিডের উল্লেখ করা হয়েছে৷ এতেও ডেঙ্গু আক্রান্তের সঠিক হিসেব অধরা থেকে গিয়েছে৷ ডেঙ্গুর দাপট কমায় স্বস্তি এলেও বিশেষজ্ঞদের পরামর্শ, বর্ষার জল জমে যাতে এডিস ইজিপ্টাই মশার বংশবৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে৷ দমদম ও দক্ষিণ দমদমের মতো ডেঙ্গিপ্রবণ এলাকায় নজরদারিতে ফাঁক রাখা হচ্ছে না বলে দাবি করছেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্যরা৷ দমদমের প্রাক্তন উপপুরপ্রধান ও পুর প্রশাসকমণ্ডলীর সদস্য বরুণ নট্ট বলেন, ‘‘সচেতনতার প্রচার চলছে৷ মশার তেল ও জীবাণুনাশক ছড়ানো হচ্ছে৷ কোভিডের জন্য ঢিলেমি দেওয়া হয়নি৷’’

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷