পশ্চিমবঙ্গে বন্ধ লোকাল ট্রেন, মল, রেস্তোঁরা, বার
৬ মে ২০২১করোনা রুখতে পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একগুচ্ছ ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। রাজ্যে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সরকারি অফিসে অর্ধেক কর্মী আসবেন। সরকারি পরিবহণ অর্ধেক চলবে। তবে লোকাল ট্রেন বন্ধ থাকবে। সকলকে মাস্ক পরতে হবে।
বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এলে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে। পুরোপুরি বন্ধ থাকবে শপিং মল, রোস্তোরাঁ, বার, সুইমিং পুল, বিউটি পার্লার। তবে বিয়ের মরশুম বলে গয়নার দোকান খোলা থাকবে। সেটাও দুপুর বারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত। বাজারগুলি সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্কগুলি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খলা থাকবে।
করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার শপথ নেয়ার পরই নবান্নে গিয়ে করোনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা। তারপর এই ঘোষণা করা হয়।
ভারতের করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় ভারতে চার লাখ ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন হাজার ৯৮০ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ৩০টি জেলায় গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা সমানে বাড়ছে। তার মধ্যে ১০টি জেলা দক্ষিণ ভারতে।
মহারাষ্ট্রে এখনো সব চেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাছাড়া কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশে করোনা ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার,ও ঝাড়খণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, আনন্দবাজার)