পশ্চিমবঙ্গে শেষ পর্বের ভোটেও সহিংসতা
২৯ এপ্রিল ২০২১করোনা অতিমারির ভয়াবহ সংক্রমণের সময়েও পশ্চিমবঙ্গে ভোটের চরিত্রে কোনো বদল হলো না। শেষ পর্বের ভোটেও যথারীতি সহিংসতা হলো।
কলকাতায় এখন ভয়ঙ্করভাবে করোনা ছড়াচ্ছে। মধ্য কলকাতায় রোববার পর্যন্ত বাজারে জরুরি নয়, এমন সব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার সমিতি। তবে সেই কলকাতার ভোটে বোমাবাজি হলো। সেন্ট্রাল অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণিতে দফায় দফায় বোমাবাজি হয়েছে। বেলেঘাটায় বিজেপি এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেয়ার অভিযোগ উঠলো।
তবে বেশি গোলমাল হয়েছে বীরভূমে। ইলমবাজারে বিজেপি প্রার্থীকে লাঠি, বাঁশ নিয়ে তাড়া করা হয়। তার গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীকে ঘিরে 'গো ব্যাক' স্লোগানও দেয়া হয়। ঘটনায় কয়েকজন কর্মীর মাথা ফেটেছে বলে বিজেপি-র দাবি। ধরমপুরেও বিজেপি প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
সিআরপিএফের আইজির পুজো
ভোট চলছে। তার মধ্যেই তারাপীঠে গিয়ে পুজো দিলেন সিআরপিএফ কর্তা। আনন্দবাজারের রিপোর্ট, তার সঙ্গে ছিলেন বাহিনীর কয়েকজন সদস্য। তারা ঘটনার ভিডিও তুলেছেন। সেই ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রশ্ন হলো, ভোটের কাজে থাকা অবস্থায় তিনি কি এই ভাবে পুজো দিতে পারেন? রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন।
কেষ্টর উপর নজদরদারি
তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল ওরফে কেষ্ট সারাদিনই নির্বাচন কমিশনের নজরবন্দি অবস্থায় ছিলেন। তিনি দুপুরে এক কর্মীর বাইকে চেপে ভোট দেন। তারপর তৃণমূল দলীয় অফিসে যান। তাকে ভোটপর্ব মেটা না পর্যন্ত বাইরে দেখা যায়নি।
ভোটের হার ভাল
করোনার বাড়বাড়ন্তেও বেলা তিনটে পর্যন্ত চার জেলায় ৩৫ আসনে ভোটের হার ছিল প্রায় ৫৮ শতাংশ। তবে জেলায় ভোট বেশি পড়েছে। কলকাতায় কম। চৌরঙ্গিতে গিয়ে ভোট দিয়েছেন রাজ্যপাল ধনখড়।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)