1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাক-আফগান সীমান্তে তালেবান হামলা, নিহত অন্তত ৭৮ জন

৭ জুলাই ২০১১

পাক-আফগান সীমান্তে তালেবান গোষ্ঠীর হামলা৷ আফগান প্রেসিডেন্টকে ফোন করে উদ্বেগ প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী৷ এদিকে, আফগানিস্তান থেকে ধীর গতিতে সৈন্য প্রত্যাহারের কথা শোনা গেল মার্কিন কর্মকর্তাদের মুখ থেকেই৷

https://p.dw.com/p/11qc7
Afghan policemen stand in front of gate of the main prison in Kandahar, south of Kabul, Afghanistan on Monday, April 25, 2011. Taliban insurgents dug a more than 1,050-foot (320-meter) tunnel underground and into the main jail in Kandahar city and whisked out more than 450 prisoners, most of whom were Taliban fighters, officials and the insurgents said Monday. (Foto:Allauddin Khan/AP/dapd)
সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢুকে গেছে পাক তালেবানছবি: dapd

পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলের জঙ্গি গোষ্ঠী তালেবান বেশ মরিয়া হয়েই হামলা চালিয়ে যাচ্ছে ঐ অঞ্চলে৷ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার আগে-পরে তালেবান যে প্রতিশোধের হুমকি দিয়েছে তারই যেন বাস্তবায়ন শুরু করেছে তারা৷ এতোদিন অবশ্য নিজ দেশে জঙ্গি হামলা চালিয়ে আসছিল তালেবান৷ কিন্তু এবার আফগানিস্তানে ঢুকে হামলা চালালো পাকিস্তানি তালেবান৷ আর এর আগে পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে আফগান তালেবান সদস্যরা৷ প্রথমত পাকিস্তানের সীমান্তবর্তী জেলা আপারদিরে ঢুকে সেখানকার তালেবান বিরোধী প্রবীণ নেতাকে খুন করে আফগান তালেবান৷ এছাড়া তারা তিনটি বিদ্যালয়ে আগুন ধরিয়ে দেয়৷

তেমনটি বলা যায়, কারণে এরপরই ঘটল উল্টো ঘটনা৷ পাকিস্তানি তালবানরা সীমান্ত পেরিয়ে আফগানিস্তানের পুলিশ সদস্যদের উপর হামলা চালালো৷ আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাক তালেবানের এই হামলায় অন্তত ৩৩ জন পুলিশ সদস্য এবং পাঁচ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে৷ নুরিস্তান প্রদেশের গভর্নর জামালুদ্দিন বদর জানিয়েছেন, তালেবান-পুলিশ সংঘর্ষে অন্তত ৪০ জন তালেবান নিহত হয়েছে৷ নিহত তালেবান সদস্যদের মধ্যে ১২ জন পাকিস্তানি নাগরিক এবং বাকিরা বিদেশি জঙ্গি বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷ এছাড়া এই ঘটনার পর নুরিস্তান প্রদেশের সীমান্তবর্তী জেলা কামদেশে নিরাপত্তা পাহারা আরো জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলেও উল্লেখ করেছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

Afghan National Army commandos pose for pictures during a training session at Camp Morehead in the outskirts of Kabul, Afghanistan,Tuesday, March, 22, 2011. President Hamid Karzai said Tuesday that his security forces will soon take charge of securing seven areas around Afghanistan, the first step toward his goal of having Afghan police and soldiers protecting the entire nation by the end of 2014. (AP Photo/Dar Yasin)
ফাইল ছবিছবি: AP

পাক-আফগান সীমান্তে গত দুই দিনের তালেবান হামলার প্রেক্ষিতে উদ্বিগ্ন দুই দেশের নেতারা৷ বুধবার পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি টেলিফোন করেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে৷ ইসলামাবাদ বলছে, পাকিস্তানি প্রধানমন্ত্রী সীমান্তবর্তী অঞ্চল দির, বাজাউর ও মোহমান্দে এবং আফগানিস্তানের কুনারে জঙ্গি হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন৷ উভয় নেতাই ঐ অঞ্চলে সীমান্তবর্তী সংঘাত বন্ধে যৌথ উদ্যোগের উপর জোর দিয়েছেন বলে ইসলামাবাদ সূত্রের খবর৷

এদিকে, সাম্প্রতিক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে চলতি বছরে ১০ হাজার সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলেও তা কিছুটা ধীর গতিতে হচ্ছে বলে জানা গেছে মার্কিন কর্মকর্তাদের বরাতেই৷ চলতি গ্রীষ্মে ৮০০ ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্য এবং শরৎ এ আরো ৮০০ মেরিন সেনা দেশে ফেরত নেওয়া হবে বলে খবরে প্রকাশ৷ তবে প্রেসিডেন্ট ওবামার নির্দেশ মতোই চলতি মাসেই শুরু হচ্ছে সেনা প্রত্যাহারের কাজ বলে উল্লেখ করেন আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডেভিড রড্রিগেজ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান