পাকিস্তান দেখতে এখন ‘সাগরের মতো’: প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার বলেছেন, বন্যার কারণে পাকিস্তানের কিছু অংশ দেখতে ‘সাগরের মতো’ মনে হচ্ছে৷ নিহতের সংখ্যা বেড়ে ১,৩৪৩-তে দাঁড়িয়েছে৷
‘সাগরের মতো’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন৷ সেই সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘সেখানে ধ্বংসের মাত্রাটা আপনারা বিশ্বাস করবেন না৷ যতদূর দেখা যায় শুধু পানি আর পানি৷ অনেকটা সাগরের মতো৷’’
আরও ১৮ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বন্যায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে আটজন শিশু রয়েছে৷ ফলে মৃত্যের সংখ্যা এখন ১,৩৪৩৷ ২২ কোটি মানুষের মধ্যে প্রায় তিন কোটি ৩০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷
ক্ষতির পরিমাণ
আর্থিক হিসেবে ক্ষতির পরিমাণ অন্তত ১০ বিলিয়ন ডলার৷ প্রায় ১৬ লাখ বাড়ি, পাঁচ হাজার ৭৩৫ কিলোমিটার পরিবহন পথ ও ২০ লাখ একরের বেশি কৃষিজম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷
পানিবাহিত রোগ
অনেক জায়গায় পানি নেমে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী জানান, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে৷
নগদ অর্থ সহায়তা
এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের প্রায় তিন হাজার কোটি টাকার নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন৷ গৃহহীনদের অস্থায়ী আবাসের ব্যবস্থা করতে দুই লাখ তাঁবু কেনা হবে বলেও তিনি জানিয়েছেন৷
জলবায়ু পরিবর্তন দায়ী
অতিবৃষ্টি ও হিমবাহের গলার পানির কারণে বন্যা সৃষ্টি হয়েছে৷ এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে সরকার৷
মানবিক সহায়তা প্রয়োজন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বন্যা কবলিত এলাকার প্রায় ৬৪ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন৷ জাতিসংঘ ১৬০ মিলিয়ন ডলার সহায়তার আবেদন করেছে৷