পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
১৭ জানুয়ারি ২০২৪ইরাক ও সিরিয়ার পর ইরানের এবার লক্ষ্য পাকিস্তান। ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বালুচিস্তানের জঙ্গি সংগঠন জৈশ আল-আদলের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।
তারা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাতে ওই জঙ্গি সংগঠনের দুইটি শিবির ধ্বংস হয়েছে।
পাকিস্তান যা বলেছে
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, এটা হলো কোনোরকম উসকানিহীন সহিংসতা।
তারা জানিয়েছে, দুইটি শিশু মারা গেছে। তিনজন আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে, ‘‘এটা হলো পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এই আক্রমণ একেবারেই মানা যায় না। এর পরিণাম ভয়ংকর হতে পারে।’’
পাকিস্তান ও ইরানের মধ্যে উত্তেজনার কারণ কী?
গাজার সংঘাত নিয়ে ইতিমধ্য়েই পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, এই আক্রমণ সেই উত্তেজনা আরো বাড়াতে পারে। এর মধ্য়ে পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে এবং ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে।
ইরান ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উত্তেজনাও আছে।
অতীতে সীমান্তে জৈশ আল-আদিলের সঙ্গে ইরানের সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে, কিন্তু এরকমভাবে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা করেনি ইরান।
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)