পাকিস্তানে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম নারীদের জীবন অনেক কঠিন৷ বিশেষ করে মাসিকের পণ্য এবং এসংক্রান্ত তথ্য পাওয়া তাদের পক্ষে দুরূহ ব্যাপার৷ অধিকারকর্মী ও লেখিকা তানজিলা খান বিশেষভাবে সক্ষম নারীদের প্রজনন স্বাস্থ্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছেন৷ #DWBreakingBarriers