হিন্দু মন্দিরে তদন্তের নির্দেশ ইমরান খানের
৬ ফেব্রুয়ারি ২০১৯মঙ্গলবার রাতে ইমরান খান টুইটে লেখেন, ‘‘সিন্ধু প্রদেশের প্রশাসন এই হামলার বিষয়ে দ্রুত প্রদক্ষেপ নেবে এমনটাই আশা করছি৷'' তিনি হামলাকারীদের খুঁজে বের করার কথাও উল্লেখ করেন৷ বলেন, ‘‘ভিন্নধর্মীদের ওপর এই হামলা কোরআনের শিক্ষাবিরোধী আচরণ৷''
এদিকে, স্থানীয় পুলিশ হামলাকারীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে৷ বুধবার পর্যন্ত কোনো অগ্রগতি জানা যায়নি৷
ইমরানের বিশেষ উপদেষ্টা এমএনএ রমেশ কুমার ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সে সময় তাঁর সঙ্গে স্থানীয় কমিশনার ও পুলিশ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন৷ তিনি তাদেরকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেন৷ সে সময় তিনি স্থানীয় হিন্দু জনগোষ্ঠীর প্রধানদের সঙ্গে দেখা করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জেনে নেন৷
এদিকে, সিন্ধু প্রদেশের গভর্নর মন্দিরের পবিত্রতা বিনষ্টকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘এই হামলাকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে৷ আমাদের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যেই একটি অসাধু মহল এই ধরনের ঘৃণ্য কাজ করেছে৷''
উল্লেখ্য, গত সোমবার কুমব শহরের একটি মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত৷ সে সময় মন্দিরে আগুনও দেয় তারা৷ মন্দিরে হামলার ঘটনাটি হিন্দু-মুসলিম নির্বিশেষে সমালোচিত হয়েছে৷ গণমাধ্যমের সংবাদে উল্লেখ করা হয়, এ ধরনের হামলার ঘটনা পাকিস্তানে বেশ বিরল৷
পাকিস্তানে হিন্দুরা একেবারেই সংখ্যালঘু৷ দেশটির ন্যাশনাল ইকোনমিক সার্ভের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে পাওয়া যায় ২২ কোটি জনগণের পাকিস্তানে মাত্র ২ শতাংশ হিন্দু জনগোষ্ঠী৷ অর্থাৎ মাত্র ৪৪ লাখ হিন্দু জনগণ রয়েছে পাকিস্তানে৷
এফএ (এপি)