পুরো ইউক্রেনের দখল চান পুটিন: মাক্রোঁ
৪ মার্চ ২০২২রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাবার জন্য বারবার কূটনৈতিক পথে আলোচনার চেষ্টা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ। তিনি আবার ফোন করেছিলেন পুটিনকে। দেড় ঘণ্টা ধরে দুই নেতার মধ্যে কথা হয়েছে। এরপর মাক্রোঁর ঘনিষ্ট সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, ফোনে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পুটিন পুরো ইউক্রেন দখল করতে চান। পুটিন নিজেও বলেছেন, তিনি ইউক্রেনকে নব্য-নাৎসিদের হাত থেকে বাঁচাতে শেষপর্যন্ত যাবেন।
মাক্রোঁর মতে, পুটিনের সঙ্গে কথা বলে তার মনে হয়েছে, আরো ভয়ংকর সময় আসছে। তার জন্য প্রস্তুত থাকা দরকার। পুটিনও জানিয়ে দিয়েছেন, তাদের অভিযান পরিকল্পনামাফিক চলছে। তিনি নব্য-নাৎসীদের হাত থেকে পুরো ইউক্রেনকে মুক্ত করতে চান। তিনি মনে করেন, ইউক্রেন ও রাশিয়ার মানুষের মধ্যে কোনো ফারাক নেই।
মাক্রোঁ পরে টুইট করে বলেছেন, ''পুটিন ইউক্রেনে হামলা থামাতে রাজি নন। কিন্তু মানবিক বিপর্যয় রোধ করতে আলোচনা দরকার। আমি সেই প্রয়াস চালিয়ে যাব। আমাদের আরো ভয়ংকর পরিণতি এড়িয়ে যেতে হবে।''
এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলি চাইছে, রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিক। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা সরাতে হবে। নাহলে তারা দীর্ঘদিন ধরে একঘরে হয়ে থাকবে। পুটিন যাবতীয় আন্তর্জাতিক আইন ভেঙেছেন। তিনি নিজের কাজের জন্যই এত নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। এখন তিনি একঘরে হয়ে থাকবেন নিজের কাজের জন্যই।
তবে পুটিন যে এই সব কথা বা চাপকে গ্রাহ্য করছেন না, তা মাক্রোঁর সঙ্গে তার দীর্ঘ ফোনালাপে স্পষ্ট হয়ে গেছে।
কী কথা হয়েছে
পুটিনকে মাক্রোঁ বলেছেন, তিনি নিজের কাছেই মিথ্যা কথা বলছেন এবং একটা বড় ভুল করছেন। মাক্রোঁর এক সহযোগী সংবাদসংস্থাকে বলেছেন, ''আপনারা বুঝতে পারছেন, কোন পর্যায়ে গেলে একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টকে বলতে পারেন, আপনি মিথ্যা কথা বলছেন।'' তিনি জানিয়েছেন, ''প্রেসিডেন্ট পুটিন এমন কোনো কথা বলেননি, যাতে আমরা আশ্বস্ত হতে পারি। তিনি সেনা অভিযান চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।''
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, মাক্রোঁ পুটিনকে সাবধান করে দিয়ে বলেছেন, রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে এবং সেটাও দীর্ঘদিন ধরে। মাক্রোঁ বলেছেন, রাশিয়াকে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে।
পুটিনের অবস্থান
মাক্রোঁকে পুটিন বলেছেন, তিনি শেষ দেখে ছাড়বেন। এবং তিনি যে পরিকল্পনা করে এগিয়েছিলেন, সবকিছু সেইমতোই চলছে।
পুটিন এটাও জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদীদের যে লড়াই হচ্ছে, তাতে তিনি কোনো সমঝোতা করতে চান না।
দুই নেতার সম্পর্ক
ফরাসি প্রেসিডেন্টের সহযোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবারের ফোনে কথা খুবই খোলাখুলি হয়েছে। অধিকাংশ সময়েই তারা শান্তভাবে আলোচনা করেছেন। প্রেসিডেন্ট পুটিন খোলাখুলি কথা বলেন এবং সরাসরি কথা বলেন। কখনো কখনো তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন। কিন্তু আলোচনার মধ্যে কোনো টেনশন ছিল না।
দুই নেতা এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন। ইউক্রেনের বিষয়ে এই নিয়ে তিনবার দুই নেতার ফোনে কথা হলো।
জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)