পেলের রেকর্ড ভাঙলেন মেসি
২৩ ডিসেম্বর ২০২০পেড্রির ব্যাকহিল ধরে পায়ের ছোট্ট কাজে বিপক্ষ রক্ষণের চোখে ধুলো দিয়ে গোলকিপারের পাশ দিয়ে বল জালে ঠেলে দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে তাঁর ৬৪৪ তম গোল। আর এই গোল দিয়েই আরেকটি রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার এই অসাধারণ ফুটবলার। একটি ক্লাবের হয়ে সব চেয়ে বেশি গোল দেয়ার রেকর্ড।
এতদিন এই রেকর্ড ছিল ফুটবল কিংবদন্তী পেলের নামে। ব্রাজিলের ক্লাব স্যান্টোসের হয়ে ১৯ বছর ধরে খেলে ৬৪৩টি গোল দিয়েছিলেন পেলে। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই ক্লাবে খেলেছিলেন পেলে।
৩৬ বছর পর বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি সেই রেকর্ড ভাঙলেন। ২০০৫ সালে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন মেসি। ২০২০-র শেষে এসে তিনি পেলের রেকর্ড ভাঙলেন। সময়ের দিক থেকে দেখতে গেলে, ১৫ বছরে নতুন রেকর্ড গড়লেন মেসি। তাঁর ও বার্সেলোনার নাম ইতিহাসের পাতায় তুলে দিলেন।
অথচ, গত অগাস্টে তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তিনি ক্লাবের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু ক্লাব জানায়, মেসিকে বার্সেলোনা ছাড়তে গেলে চুক্তিমতো ৭০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিতে হবে। এই সপ্তাহের গোড়ায় মেসি জানিয়েছিলেন, বার্সেলোনা ছাড়তে চাওয়া এবং তা নিয়ে জলঘোলার কারণে ওই সময়টা তাঁর খুবই খারাপ গেছে।
মঙ্গলবারের ম্যাচে জয়ের পর বার্সেলোনা এখন লিগ টেবিলে পাঁচ নম্বরে। এক নম্বরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৩ ম্যাচ খেলে তারা পেয়েছে ৩২ পয়েন্ট। ১৪ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ২৪। তাই মেসি রেকর্ড করেছেন ঠিকই, কিন্তু তাঁর ক্লাব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে পিছিয়ে আছে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, বিবিসি)